শিরোনাম

পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আকরাম। ছবি: সংগৃহীত।
ভারত-পাকিস্তান ক্রিকেটের মেলবন্ধন এবং উত্তেজনা এখনও ভক্তদের হৃদয়ে অমোচনীয়। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের বিপক্ষে খেলতে অনীহা দেখিয়েছে ভারত। তবে ক্রিকেটের মাঠে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হওয়ার আশা এখনো জীবন্ত।
এই প্রসঙ্গে পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম জানিয়েছেন, ক্রিকেটের সবচেয়ে বড় রোমাঞ্চ হবে ভারত-পাকিস্তানের টেস্ট ম্যাচ। তিনি চান দুই দেশ আবার লাল বলের ক্রিকেটে মুখোমুখি হোক।
দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপের ১৭তম আসর। ভাগ্য চাইলে ফাইনালে উঠলে ১৪ দিনের মধ্যে তিনবার মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান। আকরাম ভক্তদের উদ্দেশে বলেন, “আমি চাই খেলোয়াড় ও সমর্থকরা শৃঙ্খলার মধ্যে থাকুক। সীমা যেন কেউ অতিক্রম না করে। ভারতীয় ভক্তরা যেমন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দলকে সমর্থন করে, পাকিস্তানি সমর্থকদের ক্ষেত্রেও সেটিই প্রযোজ্য।”
২০১৩ সালের পর থেকে দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি ভারত-পাকিস্তান। তবে বিশ্বকাপ ও এশিয়া কাপের মতো টুর্নামেন্টে নিয়মিত মুখোমুখি হচ্ছে তারা। আকরাম মনে করেন, বর্তমান ফর্মে ভারত ফেভারিট হলেও চাপ সামলানোর দক্ষতাই শেষ পর্যন্ত জয়-পরাজয় নির্ধারণ করবে।
এপ্রিল মাসে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর দুই দেশের রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। এর মাঝেই আকরাম আবারও টেস্ট সিরিজের ইচ্ছা প্রকাশ করেন। তার ভাষায়, “এশিয়া কাপ ভক্তদের জন্য উৎসব হবে। কিন্তু আমার সবচেয়ে বড় ইচ্ছা ভারত-পাকিস্তান আবার টেস্ট খেলুক। অনেক দিন হয়ে গেছে। এটি দুই দেশের ভক্তদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠবে।”
আরও পড়ুন: