ভারত-পাকিস্তান ম্যাচে যেন সীমালঙ্ঘন না হয়: ওয়াসিম আকরাম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৫ ১৫:১৭

আপডেট: ২৫ আগস্ট, ২০২৫ ১৫:১৮

শেয়ার

ভারত-পাকিস্তান ম্যাচে যেন সীমালঙ্ঘন না হয়: ওয়াসিম আকরাম
পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আকরাম। ছবি: সংগৃহীত।  

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামী ১৪ সেপ্টেম্বর মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। রাজনৈতিক টানাপোড়েন আর নিরাপত্তা সংশয় থাকলেও আয়োজক ও দুই দেশের বোর্ডের সম্মতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপের এই বহুল প্রতীক্ষিত লড়াই।

 

সূচি এমনভাবে সাজানো হয়েছে যে, গ্রুপ পর্ব ছাড়াও সুপার ফোর এবং ফাইনালে আরও দু’বার দেখা হয়ে যেতে পারে দুই দলের। মাঠের বাইরে এখনো উত্তেজনা টগবগ করছে। সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে ওঠে।

 

এমন প্রেক্ষাপটে পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম মনে করছেন, খেলার আবেগ নিয়ন্ত্রণ করাটাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, “ভারত-পাকিস্তানের প্রতিটি ম্যাচই উপভোগ্য হয়। আশা করি, খেলোয়াড় থেকে সমর্থক, সবার মাঝে সংযম থাকবে, কেউ সীমা অতিক্রম করবে না। কোটি কোটি মানুষ এই ম্যাচগুলো দেখে, তাই দেশপ্রেমের আবেগ থাকলেও সেটা যেন শালীনতার মধ্যে সীমাবদ্ধ থাকে।”

 

ক্রিকেটীয় বিশ্লেষণে আকরাম এগিয়ে রাখছেন ভারতকে। তার মতে, সাম্প্রতিক ফর্মে রোহিত শর্মাদের দলই ফেভারিট। তবে চাপ সামলানোয় যে এগিয়ে থাকবে, জয়ের হাসি তারাই হাসবে।

 

তবে পাকিস্তান দলে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের মতো অভিজ্ঞ ব্যাটারদের না থাকাটা হতাশ করেছে আকরামকে। তবু তিনি আশাবাদী, তরুণরাই এই ঘাটতি পূরণ করবে। একইসঙ্গে দীর্ঘদিন পর আবারও ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ দেখার ইচ্ছাও প্রকাশ করেছেন সাবেক এই পেস কিংবদন্তি। “ব্যক্তিগতভাবে আমি বাবরকে দেখতে চেয়েছিলাম। কিন্তু যেহেতু নেই, এখন দায়িত্ব তরুণদের। আর যদি ভারত-পাকিস্তান টেস্ট ফের শুরু হয়, সেটা দুই দেশের ভক্তদের জন্য হবে এক ঐতিহাসিক ঘটনা।”

 

এশিয়া কাপে ভারতের যাত্রা শুরু হবে ১০ সেপ্টেম্বর স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। দুই দিন পর ওমানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে পাকিস্তান।