নতুন আইনের জেরে স্পন্সরশিপ হারালো বিসিসিআই

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৫ ১২:০৩

আপডেট: ২৫ আগস্ট, ২০২৫ ১২:০৩

শেয়ার

নতুন আইনের জেরে স্পন্সরশিপ হারালো বিসিসিআই
ভারতের জাতীয় পুরুষ ক্রিকেট দল। ছবি: সংগৃহীত।

ভারতীয় ক্রিকেট দলের প্রধান স্পনসরের পদ থেকে সরে দাঁড়াল অনলাইন গেমিং প্ল্যাটফর্ম ড্রিম ইলেভেন। নতুন অনলাইন গেমিং বিল অনুমোদনের পর প্রতিষ্ঠানটি বড় ধরনের আর্থিক ধাক্কা খেয়েছে। সেই কারণেই বিসিসিআইকে জানিয়ে দিয়েছে, তারা আর ভারতের জার্সিতে থাকতে পারছে না।

 

ড্রিম ইলেভেন গত শুক্রবার (২৫ আগস্ট) এক বিবৃতিতে জানায়, তারা সব ধরনের অর্থভিত্তিক প্রতিযোগিতা বন্ধ করেছে এবং এখন থেকে শুধুমাত্র ‘ফ্রি-টু-প্লে’ সামাজিক গেম পরিচালনা করবে। দীর্ঘদিন ধরেই শঙ্কা ছিল, নতুন আইনের কারণে প্রতিষ্ঠানটির কোটি রুপির আয় ধসে পড়তে পারে।

 

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিলে সই করার পর বিসিসিআই সচিব দেবজিত শাইকিয়া জানান, “যদি আইনেই অনুমোদিত না হয়, তাহলে আমরা কিছুই করব না। বিসিসিআই দেশের কেন্দ্রীয় সরকারের নীতি অনুযায়ী প্রতিটি বিষয় মেনে চলবে।”

 

ইন্ডিয়ান এক্সপ্রেসকে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, ড্রিম ইলেভেনের প্রতিনিধিরা সরাসরি সিইও হেমাং আমিনকে জানিয়েছেন যে তারা আর চালিয়ে যেতে পারবেন না। ফলে এশিয়া কাপে ভারতীয় দলের স্পনসর থাকছে না ড্রিম ইলেভেন। বিসিসিআই শিগগিরই নতুন স্পনসরের জন্য দরপত্র আহ্বান করবে।

 

তবে বোর্ডের হাতে সময় খুবই সীমিত। ৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে এশিয়া কাপ। এর মধ্যেই নতুন স্পনসর জোগাড় করা সহজ হবে না। যদিও ভারতীয় দলের প্রধান স্পনসর হওয়ার সুযোগ এখনও যে কোনো ব্র্যান্ডের জন্য অত্যন্ত লোভনীয়, কারণ ক্রিকেট ভারতে কোটি মানুষের আবেগ ও জাতীয় পরিচয়ের প্রতীক। কিন্তু কম সময়ে স্পনসর না পাওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।

 

এনডিটিভির তথ্য অনুযায়ী, ড্রিম ইলেভেনের লোগো ছাপা এশিয়া কাপের জার্সি ইতোমধ্যে প্রস্তুত হয়েছিল। তবে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় টুর্নামেন্টে সেগুলো ব্যবহার করা হবে না। যদি নতুন স্পনসর না মেলে, তবে মূল স্পনসরের নাম ছাড়াই মাঠে নামতে হবে ভারতীয় দলকে।

 

ড্রিম ইলেভেনের সরে দাঁড়ানো মনে করিয়ে দিচ্ছে আগের কিছু স্পনসরের পরিণতির কথা। যেমন আর্থিক সংকটে পড়ে বাইজুস জার্সি স্পনসর থেকে সরে গিয়েছিল, আবার আইনি জটিলতায় সমাপ্তি ঘটেছিল সাহারার। এবার অনলাইন গেমিং বিল সরাসরি আঘাত হেনেছে ড্রিম ইলেভেনের ব্যবসায়িক মডেলে।

 

বিসিসিআই ও ড্রিম ইলেভেনের বর্তমান চুক্তির মূল্য ছিল ৩৫৮ কোটি টাকা, যা ২০২৩ সালের জুলাইয়ে তিন বছরের জন্য স্বাক্ষরিত হয়েছিল। তবে দুই বছর না যেতেই সেটি সমাপ্তি পাচ্ছে। বিসিসিআই এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।

 

এশিয়া কাপে ভারত খেলবে ‘এ’ গ্রুপে। সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে অভিযান শুরু করবে। দ্বিতীয় ম্যাচ ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে, আর গ্রুপ পর্বে শেষ প্রতিপক্ষ ওমান, খেলা হবে ১৯ সেপ্টেম্বর।