ওয়ানডেতে সবচেয়ে বড় ব্যবধানে হারল দক্ষিণ আফ্রিকা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৫ ১৮:০৮

শেয়ার

ওয়ানডেতে সবচেয়ে বড় ব্যবধানে হারল দক্ষিণ আফ্রিকা
পাঁচ উইকেট নিয়ে সতীর্থদের সঙ্গে উদযাপন করছেন কুপার কনোলি। ছবি: সংগৃহীত।

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ার হাতছানি ছিল দক্ষিণ আফ্রিকার সামনে। সুযোগ ছিল প্রথম দল হিসেবে অজিদের নিজ আঙিনায় ধবলধোলাই করার। তবে ম্যাকের শেষ ওয়ানডেতে উল্টো রেকর্ডবইয়ে লজ্জাজনক জায়গায় স্থান করে নিল টেম্বা বাভুমার দল। সিরিজের শেষ ম্যাচে তারা হেরেছে ২৭৬ রানের ব্যবধানে, যা প্রোটিয়াদের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় হার। আগের রেকর্ডটি ছিল ২৪৩ রানে, ২০২৩ সালে কলকাতায় ভারতের বিপক্ষে।

 

শেষ ম্যাচে প্রথমে ব্যাটিং করে অস্ট্রেলিয়া তোলে ২ উইকেটে ৪৩১ রান। দলের শুরুর তিন ব্যাটার ট্রাভিস হেড, মিচেল মার্শ ও ক্যামেরন গ্রিন, তিনজনই করেন সেঞ্চুরি। বিশাল লক্ষ্যে তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা ২৪.৫ ওভারে গুটিয়ে যায় মাত্র ১৫৫ রানে।

 

এই ম্যাচে আলোচনার কেন্দ্রবিন্দু বাঁহাতি স্পিনার কুপার কনোলি। মাত্র ২২ রানে ৫ উইকেট নিয়ে ভেঙে দেন প্রোটিয়াদের ব্যাটিং লাইনআপ। ওয়ানডেতে কোনো অস্ট্রেলীয় স্পিনারের সেরা বোলিং রেকর্ড এখন তার। আগের রেকর্ডটি ছিল ব্র্যাড হগের, যিনি ২০০৫ সালে মেলবোর্নে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩২ রানে নিয়েছিলেন ৫ উইকেট।

 

শুধু তাই নয়, সবচেয়ে কম বয়সে অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডেতে ৫ উইকেট নেওয়ার রেকর্ডও এখন কনোলির। ২২ বছর ২ দিন বয়সে অর্জিত এই কীর্তিতে তিনি ছাড়িয়ে গেছেন ক্রেগ ম্যাকডারমেটকে, যিনি ১৯৮৭ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ২২ বছর ২০৪ দিন বয়সে পাঁচ উইকেট নিয়েছিলেন।

 

দক্ষিণ আফ্রিকার হয়ে ডেভাল্ড ব্রেভিস খেলেন সর্বোচ্চ ৪৯ রানের ইনিংস (২৮ বলে)। টনি ডি জর্জি করেন ৩৩ (৩০ বলে), আর অধিনায়ক বাভুমা করেন ১০ বলে ১৯ রান। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায় কোনো জুটি দাঁড় করাতে পারেনি দলটি। শুরুতে জেভিয়ার বার্টলেট ও শন অ্যাবটের আগুনে বোলিংয়ে ৮.১ ওভারেই ৫০ রানে ৪ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে ডি জর্জি ও ব্রেভিস মিলে ৩২ বলে ৫৭ রানের জুটি গড়লেও তা ছিল শুধু ক্ষণস্থায়ী লড়াই।

 

অবশ্য শেষ ম্যাচের এই হারে সিরিজ হাতছাড়া হয়নি দক্ষিণ আফ্রিকার। আগের দুই ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজ নিশ্চিত করেছিল তারা। শেষ পর্যন্ত ৩ ম্যাচের ওয়ানডে সিরিজটি ২-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে প্রোটিয়ারা।



সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ৪৩১/২ (হেড ১৪২, গ্রিন ১১৮*, মার্শ ১০০, ক্যারি ৫০*; মহারাজ ১/৫৭, মুতুসামি ১/৭৫)।

দক্ষিণ আফ্রিকা: ২৪.৫ ওভারে ১৫৫ (ব্রেভিস ৪৯, ডি জর্জি ৩৩, বাভুমা ১৯; কনোলি ৫/২২, অ্যাবট ২/২৭, বার্টলেট ২/৪৫)।

ফল: অস্ট্রেলিয়া ২৭৬ রানে জয়ী।

সিরিজ: ৩-ম্যাচ সিরিজে দক্ষিণ আফ্রিকা ২-১ ব্যবধানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: ট্রাভিস হেড।

ম্যান অব দ্য সিরিজ: কেশব মহারাজ।