শিরোনাম

দক্ষিণ আফ্রিফার অভিজ্ঞ হার্ডহিটার ডেভিড মিলার। ছবি: সংগৃহীত।
ইংল্যান্ড সফরের জন্য দলে ফিরলেন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটার ডেভিড মিলার। ১০ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-২০ সিরিজকে সামনে রেখে তাকে দলে রেখেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। মিলারের পাশাপাশি ফিরেছেন কেশব মহারাজ, মার্কো ইয়ানসেন এবং লিজাড উইলিয়ামস। এই চারজনই সর্বশেষ টি-২০ ম্যাচ খেলেছেন গত বছর।
এদিকে প্রোটিয়াদের টি-২০ স্কোয়াডে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার দনোভান ফেরেইরাও। ২০২৩ সালে আন্তর্জাতিক অভিষেকের পর ডিসেম্বরে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন তিনি। দীর্ঘ বিরতির পর এবার আবারও সুযোগ পাচ্ছেন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে।
টি-২০ সিরিজের আগে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে দক্ষিণ আফ্রিকা। সেই সিরিজে ফিরেছেন পেসার কাগিসো রাবাদা। তবে তার খেলা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে আগের ওয়ানডে সিরিজে ইনজুরির কারণে খেলতে পারেননি রাবাদা।
দলের প্রধান কোচ শুকরি কনরাড জানিয়েছেন, রাবাদার ব্যাপারে এখনই কোনো নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়। তিনি বলেন, “ইংল্যান্ডে রাবাদাকে আমরা পুনর্মূল্যায়ন করব। আশা করি ওয়ানডে সিরিজে খেলতে পারবে। তবে আমাদের অগ্রাধিকার টি-২০ ক্রিকেট, কোনো ঝুঁকি নেব না। তাড়াহুড়োরও কিছু নেই।”
ওয়ানডে দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), করবিন বোশ, ম্যাথুউ ব্রিটজকে, দেওলাদ ব্রেভিস, নান্দ্রে বার্গার, টনি ডি জর্জি, কেশভ মহারাজ, কেওনা মাফাকা, এইডেন মারক্রাম, উইয়ান মুল্ডার, সেনুরান মুথুসামি, লুঙ্গি এনগিদি, লুয়ান-দ্রে প্রিটোরয়াস, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন ও ত্রিস্টান স্টাবস।
টি-২০ দল: এইডেন মারক্রাম (অধিনায়ক), করবিন বোশ, দেওলাদ ব্রেভিস, দনোভান ফেরেইরা, মার্কো ইয়ানসেন, কেশভ মহারাজ, কেওনা মাফাকা, ডেভিড মিলার, সেনুরান মুথুসামি, লুঙ্গি এনগিদি, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ত্রিস্টান স্টাবস ও লিজাড উইলিয়ামস।
আরও পড়ুন: