শিরোনাম

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভা। ছবি: সংগৃহীত।
এশিয়া কাপের দল ঘোষণার সপ্তাহও পার হয়নি, এর মধ্যেই বড়সড় সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। জাতীয় দলের নির্বাচক কমিটি থেকে দুই সদস্যকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। ইতোমধ্যেই শূন্য হওয়া দুটি পদের জন্য আবেদন আহ্বান করেছে বিসিসিআই। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, নির্বাচক প্যানেল থেকে শ্রীধরন শারথকে সরিয়ে দেওয়া হচ্ছে। তবে অন্য সদস্যের নাম এখনও প্রকাশ করা হয়নি।
নির্বাচক হওয়ার জন্য বিসিসিআই নির্দিষ্ট কিছু মানদণ্ডও বেঁধে দিয়েছে। প্রথম শ্রেণির ক্রিকেটে খেলার অভিজ্ঞতা আছে এমন সাবেক ক্রিকেটাররাই নির্বাচক হতে পারবেন। এর মধ্যে প্রার্থীদের অন্তত সাতটি টেস্ট ম্যাচ বা ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলতে হবে। অন্যদিকে, যারা অন্তত ১০টি ওয়ানডে আন্তর্জাতিক বা ২০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন, তারাও নির্বাচক হওয়ার জন্য যোগ্য বিবেচিত হবেন।
বিসিসিআইয়ের এক কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, নির্বাচকদের চুক্তি প্রতিবছরই নবায়ন করা হয়। তিনি বলেন, “কাকে বাদ দেওয়া হবে তা এখনও চূড়ান্ত হয়নি, তবে প্রক্রিয়া শিগগিরই সম্পন্ন হবে।” অর্থাৎ, চূড়ান্ত সিদ্ধান্ত সামনে আসতে সময় লাগলেও প্রক্রিয়া কার্যত শুরু হয়ে গেছে।
এদিকে, হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীধরন শারথের জায়গায় সাবেক বাঁহাতি স্পিনার প্রজ্ঞান ওঝাকে অন্তর্ভুক্ত করা হতে পারে। শারথকে বয়সভিত্তিক পুরুষ দলের নির্বাচক কমিটির প্রধান হিসেবেও দায়িত্ব দেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে সংবাদমাধ্যমটি। এতে বোঝা যাচ্ছে, বোর্ড তাঁকে সম্পূর্ণভাবে সরিয়ে দিচ্ছে না, বরং ভিন্ন ভূমিকায় ব্যবহারের পরিকল্পনা করছে।
যদিও নির্বাচক প্যানেল থেকে দুই সদস্য বাদ পড়ছেন, প্রধান নির্বাচক হিসেবে অজিত আগারকরই থাকছেন। তাঁর মেয়াদও ইতোমধ্যেই বাড়িয়ে দেওয়া হয়েছে ২০২৬ সাল পর্যন্ত। আগারকরের নেতৃত্বেই ভারতীয় দল সম্প্রতি বড় দুই শিরোপা জিতেছে, ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এ দু’টি সাফল্য তাঁকে বোর্ডের আস্থাভাজন করে তুলেছে।
আরও পড়ুন: