শিরোনাম

অস্ট্রেলিয়ার ঘরের মাঠে ১৫ বছর পর সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা। ছবি: সংগৃহীত।
এক ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ নিশ্চিত করল দক্ষিণ আফ্রিকা। দাপুটে বোলিং আর নিয়ন্ত্রিত ব্যাটিংয়ের সমন্বয়ে প্রোটিয়ারা দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকদের ৮৪ রানে হারিয়েছে। এই জয়ের মাধ্যমে ২০০৯ সালের পর প্রথমবার অস্ট্রেলিয়ার ঘরের মাঠে ওয়ানডে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা।
টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। শুরুতে কিছুটা ধাক্কা খেলেও মধ্য ওভারে ইনিংস গড়ে তোলেন টনি ডি জরজি ও ম্যাথিউ ব্রিটজকে। বিশেষত ব্রিটজকে খেললেন ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস। ৭৮ বলে ৮৮ রান করে ফেরার পথে তিনি গড়লেন ইতিহাসওপুরুষদের ওয়ানডে ক্রিকেটে প্রথম চার ম্যাচে টানা চারটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলা একমাত্র ব্যাটার এখন ব্রিটজকে। তাঁর সঙ্গে ছিলেন তরুণ ট্রিস্টান স্টাবস, যিনি ধীরস্থির ব্যাটিংয়ে ৮৭ বলে ৭৪ রানের মূল্যবান ইনিংস খেলেন।
চতুর্থ উইকেটে দুজনের ৮৯ রানের জুটিই আসলে দক্ষিণ আফ্রিকার স্কোরবোর্ডে জোগায় মজবুত ভিত। এরপর ছোট ছোট অবদান রাখেন উইয়ান মুল্ডার (২৬), কেশব মহারাজ (২২*)। তবে শেষ ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে মাত্র ৪৪ রান তোলায় প্রোটিয়ারা থেমে যায় ২৭৭ রানে।
অস্ট্রেলিয়ান বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন অ্যাডাম জাম্পা। তিনি ১০ ওভারে ৬৩ রান খরচ করে নেন ৩ উইকেট। এছাড়া নাথান এলিস পান ২ উইকেট, আর জেভিয়ার বার্টলেট শুরুতে দুই প্রোটিয়া ব্যাটারকে ফিরিয়ে দেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। নান্দ্রে বার্গার ৬ রানে ফিরিয়ে দেন ট্রাভিস হেডকে, এরপর লুঙ্গি এনগিডির আঘাতে কাঁপে স্বাগতিকরা। মাত্র ৭ রানের মাথায় দুই শীর্ষ ব্যাটার ফেরেন সাজঘরে। অধিনায়ক মিচেল মার্শও বেশিক্ষণ টিকতে পারেননি, ১৮ রান করে বিদায় নেন।
প্রথম ১০ ওভারেই অস্ট্রেলিয়া চাপে পড়ে যায়। এক প্রান্তে দাঁড়িয়ে লড়াই চালিয়ে যান কেবল জশ ইংলিস। ৭৪ বলে ৮৭ রানের দুর্দান্ত ইনিংস খেললেও সঙ্গীর অভাবে হার টালাতে পারেননি তিনি। ক্যামেরন গ্রিন কিছুটা চেষ্টা করেছিলেন (৩৫), কিন্তু তিনিও থেমে যান মাঝপথে।
দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণের সামনে ভেঙে পড়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং। সবচেয়ে উজ্জ্বল ছিলেন লুঙ্গি এনগিডি। দুর্দান্ত লাইন-লেন্থে বোলিং করে তিনি ৮.৪ ওভারে মাত্র ৪২ রান খরচে নেন ৫ উইকেট। এটি তাঁর ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফার, আর দুইবারই শিকার অস্ট্রেলিয়া! এছাড়া বার্গার নেন ২ উইকেট, মুত্থুসামি পান ২টি।
অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত ৩৭.৪ ওভারে ১৯৩ রানে অলআউট হয়ে যায়। ফলে ৮৪ রানের দাপুটে জয় নিয়ে সিরিজে ২-০ তে এগিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
এই জয়ের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘ ১৫ বছর পর ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল প্রোটিয়ারা। ২০০৯ সালের পর এটাই প্রথম ঘটনা। একই সঙ্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা পঞ্চম দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজও জিতে নিল দক্ষিণ আফ্রিকা।
অস্ট্রেলিয়ার জন্য এই পরাজয় আরও কষ্টের কারণ, শেষ চারটি হোম ওয়ানডেতে তারা অলআউট হয়েছে ২০০ রানের নিচে। যা ইতিহাসে মাত্র দ্বিতীয়বার ঘটল।
সবশেষে, ফাইফার পাওয়া এনগিডিকে ম্যাচসেরা ঘোষণা করা হয়। আর প্রোটিয়ারা উচ্ছ্বসিত তাদের ধারাবাহিকতার জন্য অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে ঘরের মাঠে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল তারা।
আরও পড়ুন: