শিরোনাম

বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে সুব্রায়েনকে। ছবি: সংগৃহীত।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকা যেন উড়ল নতুন প্রেরণায়। কেয়ার্নসে অনুষ্ঠিত ম্যাচে কেশভ মহারাজের ঘূর্ণি তাণ্ডব অস্ট্রেলিয়ার ব্যাটিংকে ধ্বংস করে দিল মুহূর্তেই। ৫ উইকেট নিয়ে নিজের নাম খোদাই করলেন ওয়ানডে বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষে। কিন্তু এক ম্যাচের ভেতরেই প্রোটিয়া শিবিরে উঁকি দিল ভিন্ন এক গল্প। অভিষেক ম্যাচে চোখে পড়া অফস্পিনার প্রেনেলান সুব্রায়েন এবার আলোচনায় এলেন এক অস্বস্তিকর কারণে, তার বোলিং অ্যাকশন নিয়ে উঠেছে প্রশ্ন।
৩১ বছর বয়সী এই স্পিনার আন্তর্জাতিক ক্রিকেটে নাম লেখালেন মাত্র কয়েকদিন হলো। জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক টেস্টে চার উইকেট তুলে আলোড়ন জাগিয়েছিলেন। তবে মঙ্গলবার (১৯ আগস্ট) অস্ট্রেলিয়ার বিপক্ষে তার বোলিং দেখে দুই আম্পায়ার ক্রিস গ্যাফানি ও স্যাম নগাস্কি রিপোর্ট করেন যে তার অ্যাকশনে অনিয়ম থাকতে পারে। পুরো দশ ওভারে ৪৬ রানে ১ উইকেট শিকার করলেও ম্যাচ শেষে চলে আসে সেই আনুষ্ঠানিক প্রতিবেদন।
অবশ্য এখনই নিষিদ্ধ হচ্ছেন না সুব্রায়েন। আইসিসির নিয়ম অনুযায়ী, রিপোর্ট হওয়ার পর বোলারদের ১৪ দিনের ভেতর অনুমোদিত ল্যাবে অ্যাকশনের পরীক্ষা দিতে হয়। ফলাফল আসার আগ পর্যন্ত খেলায় অংশ নেওয়া যায়। তবু দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজমেন্ট তাকে বাকি দুই ওয়ানডে থেকে সরিয়ে নিয়েছে। কারণ, আলোচনার কেন্দ্রবিন্দুতে না রেখে মানসিকভাবে তাকে স্বস্তি দেওয়াই লক্ষ্য করছে প্রোটিয়া কোচিং স্টাফ।
দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ শুকরি কনরাড জানিয়েছেন, “সে চাইলে খেলতে পারত। কিন্তু আমরা মনে করছি তাকে আপাতত জনসম্মুখ থেকে সরিয়ে রেখে কেবল পরীক্ষার দিকে মনোযোগী করাটাই বুদ্ধিমানের কাজ। পরিকল্পনা আছে ব্রিসবেনে পরীক্ষা করানোর, যেখানে এ বছরই অস্ট্রেলিয়ার ম্যাথু কুনেম্যানের অ্যাকশন পরীক্ষা হয়েছিল।”
আইসিসির আইনে বোলাররা বল করার সময় সর্বোচ্চ ১৫ ডিগ্রি পর্যন্ত কনুই ভাঁজ করতে পারেন। তার বেশি হলে সেটি ‘চাকিং’ ধরা হয়। এখন প্রশ্ন হলো, সুব্রায়েনের অ্যাকশন আসলেই নিয়ম ভেঙেছে কি না। পরীক্ষায় উত্তীর্ণ হলে অভিযোগ মিটে যাবে, ব্যর্থ হলে অপেক্ষা করবে নিষেধাজ্ঞা। তবুও প্রোটিয়ারা আশাবাদী, তাদের নতুন স্পিনার বড় কোনো বিপাকে পড়বেন না।
অন্যদিকে একই ম্যাচে মহারাজের স্পিনে নতজানু হয়ে পড়ে অস্ট্রেলিয়া। মাত্র ৯৮ রানের ব্যবধানে প্রোটিয়ারা জয় তুলে নেয়, সিরিজে এগিয়ে যায় ১-০ তে। আগামী শুক্রবার (২২ আগস্ট) ম্যাকাইতে দ্বিতীয় ওয়ানডে এবং ২৪ আগস্ট সিরিজের শেষ ম্যাচ।
আরও পড়ুন: