বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ডাচরা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৫ ১৬:৩৭

শেয়ার

বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ডাচরা
নেদারল্যান্ডসের দলের ক্রিকেটাররা। ছবি: সংগৃহীত।

বাংলাদেশ সফরের জন্য টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে নেদারল্যান্ডস। স্কট এডওয়ার্ডসের নেতৃত্বে দলটি তিন ম্যাচের সিরিজ খেলতে আসছে বাংলাদেশে। আগামী ২৬ আগস্ট ঢাকায় পা রাখবে ডাচ ক্রিকেটাররা। এর পরপরই তারা সিলেটে গিয়ে প্রস্তুতি শুরু করবে।


সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ৩০ আগস্ট। পরের দুই ম্যাচ হবে ১ ও ৩ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। মূল লড়াইয়ের আগে তিন দিন ধরে সিলেটে অনুশীলন করবে সফরকারীরা। অন্যদিকে বাংলাদেশ দল এরই মধ্যে নিজেদের ক্যাম্প শুরু করলেও এখনো স্কোয়াড ঘোষণা করা হয়নি।


নেদারল্যান্ডসের ঘোষিত দলে আছেন ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, অনিল নিদামানুরু, অধিনায়ক স্কট এডওয়ার্ডস, নোয়া ক্রস, সাকিব জুলফিকার, রায়ান ক্লেইন, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকিরেন, শারিজ আহমদ, বেন ফ্লেচার এবং ড্যানিয়েল ডোরাম।


এবারের সফরে দলটির সঙ্গে আসছেন শক্তিশালী ম্যানেজমেন্ট ইউনিটও। প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন রায়ান কুক। তার সঙ্গে সহকারী কোচ হিসেবে থাকবেন রায়ান ভ্যান নিকার্ক ও হেইনো কুন। এছাড়া দলে থাকছেন এস অ্যান্ড সি কোচ ডিন মুনসামি, ফিজিওথেরাপিস্ট লোরেঞ্জো মেয়ার, টিম ম্যানেজার ডেভি বাক্কার এবং মিডিয়া ম্যানেজার কোরেভ রুটগার্স।


বাংলাদেশের মাটিতে এর আগে ওয়ানডে বিশ্বকাপে খেললেও এবারই প্রথমবারের মতো দুই দলের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে পূর্ণাঙ্গ টি-টোয়েন্টি সিরিজ। ফলে সিরিজটিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে উভয় দেশই।