রেকর্ড গড়া বোলিংয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে কেশভ মহারাজ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৫ ১৬:৩২

শেয়ার

রেকর্ড গড়া বোলিংয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে কেশভ মহারাজ
সতীর্থদের সাথে কেশাভ মহারাজ। ছবি: সংগৃহীত।

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার পেলেন কেশাভ মহারাজ। ওয়ানডেতে বোলারদের সর্বশেষ আইসিসি র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে আবারও শীর্ষে উঠেছেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার। তার রেটিং পয়েন্ট এখন ৬৮৭। পিছনে ফেলেছেন শ্রীলঙ্কার মাহিশ থিকশানা (৬৭১) ও ভারতের কুলদিপ ইয়াদাভকে (৬৫০)।


কেয়ার্নসে অস্ট্রেলিয়াকে ৯৮ রানে হারানোর ম্যাচে ১০ ওভারে মাত্র ৩৩ রান দিয়ে ৫ উইকেট নেন মহারাজ। ওয়ানডে ইতিহাসে অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ উইকেট নেওয়া প্রথম দক্ষিণ আফ্রিকান স্পিনার হিসেবে নাম লেখান তিনি। ম্যাচসেরা এই পারফরম্যান্সই ফের শীর্ষে ফেরার পথ খুলে দিয়েছে তার জন্য।


২০২৩ সালের নভেম্বরে প্রথমবার ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠেছিলেন মহারাজ। সবশেষ গত বছরের ডিসেম্বরে শীর্ষে ছিলেন তিনি। এরপর নিয়মিত সেরা পাঁচে থাকলেও চূড়ায় ফেরা হয়নি। এবার সেই জায়গা আবার দখল করলেন প্রোটিয়া তারকা।


এদিকে ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় উন্নতি হয়েছে দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম ও টেম্বা বাভুমার। যথাক্রমে চার ধাপ এগিয়ে ২১তম ও পাঁচ ধাপ এগিয়ে ২৩তম স্থানে তারা। প্রোটিয়াদের বিপক্ষে দলের ব্যাটিং ভরাডুবির দিনে ৮৮ রানের ইনিংস খেলে ছয় ধাপ এগিয়ে ৫২তম হয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ।


ওয়েস্ট ইন্ডিজের শেই হোপ উঠে এসেছেন সপ্তম স্থানে। তবে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের শুভমন গিল। আর অলরাউন্ডারদের মধ্যে যথারীতি এগিয়ে আফগানিস্তানের আজমাতউল্লাহ ওমরজাই।


টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়েও এসেছে পরিবর্তন। বিধ্বংসী ফিফটির সুবাদে দক্ষিণ আফ্রিকার ডেওয়াল্ড ব্রেভিস ৯ ধাপ এগিয়ে যৌথভাবে দ্বাদশ স্থানে। চার ধাপ এগিয়ে ২৫তম হয়েছেন অস্ট্রেলিয়ার মার্শ, ১০ ধাপ উঠে ৩০তম স্থানে গ্লেন ম্যাক্সওয়েল। ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে ভারতের আভিশেক শর্মা, আর বোলারদের মধ্যে এগিয়ে নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি।


টি-টোয়েন্টির অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে অপরিবর্তিতভাবে এক নম্বরে ভারতের হার্দিক পান্ডিয়া। অন্যদিকে বল হাতে উন্নতি করেছেন অস্ট্রেলিয়ার ন্যাথান এলিস (৯ম) ও জশ হেইজেলউড (১৮তম)। চমকপ্রদ পারফরম্যান্স আর র‍্যাঙ্কিংয়ের উত্থান প্রমাণ করছে, ব্যাট-বলের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট আবারও জাগিয়ে তুলছে দাপটের আভাস।