শিরোনাম

কেন্দ্রীয় চুক্তির শীর্ষ ক্যাটাগরি থেকে রিজওয়ান-বাবরের অবনমন। ছবি: সংগৃহীত।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের ২০২৫-২৬ মৌসুমের কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণা করেছে। এবারের ঘোষণায় এসেছে এক বিরল চমক। ক্যাটাগরি ‘এ’ একেবারেই ফাঁকা। অর্থাৎ নতুন মৌসুমে কোনো ক্রিকেটারকেই পিসিবি রাখেনি শীর্ষ ক্যাটাগরিতে। ফলে পাকিস্তান ক্রিকেটে বহুদিন পর দেখা গেল এক অদ্ভুত ঘটনা! সবচেয়ে আলোচিত তারকা বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানদেরও জায়গা হলো দ্বিতীয় ধাপে, ক্যাটাগরি ‘বি’-তে।
গত মৌসুমে বাবর-রিজওয়ান দুজনেই ছিলেন ‘এ’ ক্যাটাগরিতে। এবার শুধু তারা নয়, বরং পুরো তালিকা থেকে সরানো হয়েছে শীর্ষ স্তরটি। পিসিবির ব্যাখ্যা দলের পারফরম্যান্স, ব্যক্তিগত অবদান আর ভবিষ্যৎ পরিকল্পনা মাথায় রেখে করা হয়েছে এ রদবদল। তবে বোর্ডের ভেতরের অনেকে মনে করছেন, এটি একধরনের কৌশল; অভিজ্ঞদের ওপর চাপ তৈরি করে তরুণদের সামনে এগিয়ে দেওয়ার একটি প্রচেষ্টা।
পিসিবির ঘোষণায় মোট ৩০ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন কেন্দ্রীয় চুক্তিতে। এর মধ্যে ১০ জন ‘বি’ ক্যাটাগরিতে। সেখানে বাবর ও রিজওয়ানের সঙ্গে আছেন শাহীন শাহ আফ্রিদি, ফখর জামান ও শাদাব খানের মতো অভিজ্ঞরা। এই তালিকায় নতুনভাবে উন্নীত হয়েছেন তরুণ সাইম আইয়ুব, স্পিনার আবরার আহমেদ এবং হারিস রউফ।
‘সি’ ক্যাটাগরিতেও রয়েছেন ১০ জন। এদের মধ্যে আছেন আব্দুল্লাহ শফিক, ফাহিম আশরাফ, নাসিম শাহ ও সৌদ শাকিল। এ ছাড়া উদীয়মান ক্রিকেটার হাসান নওয়াজ ও মোহাম্মদ হারিসও আছেন এই দলে। ‘ডি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে আরেক ১০ জনকে, যেখানে শান মাসুদের মতো অভিজ্ঞরাও পড়ে গেছেন অপেক্ষাকৃত নিচের স্তরে।
সব মিলিয়ে এই কেন্দ্রীয় চুক্তি তালিকায় নতুন সংযোজন ১২ জন ক্রিকেটার। তরুণ প্রজন্মের এত বড় অংশকে একসঙ্গে অন্তর্ভুক্ত করা সাম্প্রতিক সময়ে পাকিস্তান ক্রিকেটে বিরল। বিশেষ করে, আবরার আহমেদ ও সাইম আইয়ুবের মতো তরুণদের উঠে আসা দলের ভবিষ্যৎ ভাবনায় আশাবাদী করছে অনেককেই।
এক নজরে পাকিস্তান কেন্দ্রীয় চুক্তির তালিকা ২০২৫-২৬ :
ক্যাটাগরি বি (১০ জন) : আবরার আহমেদ, বাবর আজম, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব, সালমান আলী আঘা, শাদাব খান, শাহীন আফ্রিদি।
ক্যাটাগরি সি (১০ জন) : আব্দুল্লাহ শফিক, ফাহিম আশরাফ, হাসান নওয়াজ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, নোমান আলী, সাহিবজাদা ফারহান, সাজিদ খান, সৌদ শাকিল।
ক্যাটাগরি ডি (১০ জন) : আহমেদ দানিয়াল, হুসেইন তালাত, খুররম শাহজাদ, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সালমান মির্জা, শান মাসুদ, সুফিয়ান মুকিম।
আরও পড়ুন: