শিরোনাম
.jpg)
টি–টোয়েন্টির ২০ বছর, চ্যাপেল–হ্যাডলি সিরিজে হবে উৎসব। ছবি: সংগৃহীত।
আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্রিকেটের দুই দশক পূর্তি স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজন করছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে বে ওভালে অনুষ্ঠিতব্য চ্যাপেল হ্যাডলি ট্রফির তিন ম্যাচের সিরিজকে কেন্দ্র করে থাকছে একাধিক চমক।
ভক্তদের জন্য সবচেয়ে বড় সুখবর টিকিটের দাম রাখা হয়েছে মাত্র ২০ ডলার। বুধবার (২০ আগস্ট) সকাল ১০টা থেকে শুরু হবে ২০ ঘণ্টার জন্য বিশেষ ‘ক্রিকেট নেশন ফ্ল্যাশ সেল’। অফার চলবে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত বা আসন শেষ হওয়া পর্যন্ত।
টি–টোয়েন্টির সূচনা হয়েছিল ২০০৫ সালে অকল্যান্ডের ইডেন পার্কে, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার সেই ম্যাচ দিয়েই। মজার বিষয়, তখনকার ব্ল্যাকক্যাপসরা নেমেছিলেন রেট্রো বেইজ জার্সি, দাড়ি–গোঁফ আর অদ্ভুত সব হেয়ারস্টাইলে। ঠিক সেই আবহই ফিরিয়ে আনার চেষ্টা থাকবে এবারের সিরিজে। মাঠে থাকবে ‘২০ ইয়ার্স অব টি–টোয়েন্টি’ শিরোনামে নানা প্রচারণা ও বিশেষ সংস্করণের সামগ্রী।
এনজেডসি’র চিফ মার্কেটিং ও কমার্শিয়াল অফিসার গ্লেন ক্রিচলি বলেন, “চ্যাপেল–হ্যাডলি ট্রফি সব সময়ই ভক্তদের জন্য আলাদা আবেগের জায়গা তৈরি করে। এবার যুক্ত হচ্ছে টি–টোয়েন্টির ২০ বছরের ইতিহাস। বে ওভালে সেটা এক উৎসব হয়ে উঠবে বলেই আমরা বিশ্বাস করি।”
কেবল কিউই সমর্থকরাই নয়, অস্ট্রেলিয়ান ভক্তদের মধ্যেও সিরিজ ঘিরে আগ্রহ দেখা দিয়েছে। তাই এনজেডসি স্থানীয় দর্শকদের এগিয়ে এসে মাঠ ভরিয়ে তুলতে আহ্বান জানিয়েছে। এদিকে ভক্ত সংগঠন ‘বেইজ ব্রিগেড’ও জানিয়েছে, ব্ল্যাকক্যাপসদের সমর্থনে কালো নয়, বরং বেইজ পোশাক পরে মাঠে আসতে।
সংগঠনের সহ–প্রতিষ্ঠাতা পল ফোর্ড বলেন, “এটা কেবল ফ্যাশন নয়, এক ধরনের আবেগ। আমরা চাই ২০০৫ সালের সেই মজার স্মৃতিগুলো আবারও ফিরে আসুক। যদি কেউ হ্যামিশ মার্শালের মতো হেয়ারস্টাইল নিয়ে হাজির হয়, তবে তো আরও জমে যাবে।”
চ্যাপেল–হ্যাডলি সিরিজের ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে অক্টোবরের ১, ৩ ও ৪ তারিখে বে ওভালে। আয়োজকরা আশা করছেন, টিকিট বিক্রি শুরু হতেই ভক্তদের ভিড়ে ভরবে অনলাইন ও অফলাইন কাউন্টার।
আরও পড়ুন: