রুদ্ধশাস ম্যাচে ম্যাক্সওয়েল ‘শো’, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৫ ২০:৩৫

আপডেট: ১৬ আগস্ট, ২০২৫ ২০:৩৮

শেয়ার

রুদ্ধশাস ম্যাচে ম্যাক্সওয়েল ‘শো’, অস্ট্রেলিয়ার সিরিজ জয়
দলের দুঃসময়ে আবারো ত্রাণকর্তা রূপে গ্লেন ম্যাক্সওয়েল। ছবি: সংগৃহীত।

কেয়ার্নসের গরম সন্ধ্যায় যখন রোমাঞ্চে থমথম করছিল গ্যালারি, তখনই বোঝা যাচ্ছিল এ ম্যাচের শেষটা হবে নাটকীয়। দীর্ঘ ১৫ বছর ধরে অস্ট্রেলিয়ার বিপক্ষে বহু ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জেতার স্বাদ নেই দক্ষিণ আফ্রিকার। এবার সেই অচলাবস্থা ভাঙার সুবর্ণ সুযোগ এসেছিল প্রোটিয়াদের সামনে। কিন্তু শেষ মুহূর্তে গ্লেন ম্যাক্সওয়েলের ঝড়ো ইনিংস সব আশা ধুলিসাৎ করে দেয়। রুদ্ধশ্বাস লড়াইয়ে মাত্র এক বল হাতে রেখে অজিরা ছিনিয়ে নেয় দুই উইকেটের জয়, আর এর মাধ্যমেই সিরিজ নিজেদের করে নেয় ২-১ ব্যবধানে।

 

প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা গড়েছিল ৭ উইকেটে ১৭২ রানের চ্যালেঞ্জ। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ডেভাল্ড ব্রেভিস আবারও আগ্রাসী ছিলেন। মাত্র ২৬ বলে ছয় ছক্কায় তুলে নেন ৫৩ রান। তবে তাঁর বিদায়ের পর আর গতি ধরে রাখতে পারেনি প্রোটিয়ারা। ইনিংসের শেষভাগে রেসি ভ্যান ডার ডাসেন ২৬ বলে অপরাজিত ৩৮ রান করলেও সেটি কেবল প্রতিরোধ গড়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল।

 

লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার সূচনা ছিল ঝলমলে। অধিনায়ক মিচেল মার্শ ও ট্রাভিস হেডের জুটি প্রথম ৮ ওভারে তুলে দেয় ৬৬ রান। হেড আউট হলেও মার্শ ব্যাট চালিয়ে যান ৩৭ বলে ৫৪ রানের ঝড়ো ইনিংস খেলে। কিন্তু মাঝপথে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা।

 

ঠিক তখনই হাজির হন ম্যাক্সওয়েল। শুরুতেই তিনি স্পষ্ট করে দেন এই ম্যাচের নিয়ন্ত্রণ হাতছাড়া করা যাবে না । উইকেট একদিকে পড়লেও অন্যপ্রান্তে তিনি আক্রমণ চালিয়ে যেতে থাকেন। ১৯তম ওভারে করবিন বশ টানা দুই বলে দুটি উইকেট তুলে নিয়ে ম্যাচটিকে টানটান করে তুললেও শেষ হাসি হাসলেন ম্যাক্সওয়েল। শেষ ওভারে দরকার ছিল ১০ রান। পঞ্চম ডেলিভারিতে রিভার্স সুইপে চার হাঁকিয়ে ম্যাচে সিলমোহর বসান তিনি। অপরাজিত ৩৬ বলে ৬২ রানের ইনিংসে ছিল ৮টি চারের পাশাপাশি ২টি ছক্কা।

 

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা : ২০ ওভারে ১৭২/৭ (ব্রেভিস ৫৩, ফন ডার ডুসেন ৩৮*, স্টাবস ২৫, প্রিটোরিয়াস ২৪; এলিস ৩/৩১, জাম্পা ২/২৪, হ্যাজলউড ২/৩০)।

অস্ট্রেলিয়া : ১৯.৫ ওভারে ১৭৩/৮ (ম্যাক্সওয়েল ৬২*, মার্শ ৫৪, হেড ১৯; বশ ৩/২৬, রাবাদা ২/৩২, মাফাকা ২/৩৬)।

ফল : অস্ট্রেলিয়া ২ উইকেটে জয়ী।

সিরিজ : ৩-ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া ২-১ এ জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ : গ্লেন ম্যাক্সওয়েল।

ম্যান অব দ্য সিরিজ : টিম ডেভিড।