অবসর ইস্যুতে পান্তের মতামত চাইলেন রোহিত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৫ ১৩:০৫

আপডেট: ১৬ আগস্ট, ২০২৫ ১৩:০৭

শেয়ার

অবসর ইস্যুতে পান্তের মতামত চাইলেন রোহিত
অবসরের প্রশ্নে সতীর্থকে খোঁচালেন রোহিত শর্মা। ছবি: সংগৃহীত।

ভারতের ক্রিকেটে এখনো এক ফরম্যাটে অবসরের ঘোষণা আসেনি রোহিত শর্মার কাছ থেকে। ওয়ানডে ক্রিকেটই তার শেষ আন্তর্জাতিক মঞ্চ। চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে সেই আসরটিই আবার আলোচনায় এনে দিয়েছেন ভারতের অধিনায়ক। যদিও ২০২৬ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত রোহিত ও বিরাট কোহলি খেলে যাবেন এমন ধারণা ক্রিকেট মহলে বেশ জোরালো। এর মাঝেই হালকা মেজাজের এক প্রশ্ন উত্তরে অবসরের প্রসঙ্গ ছুঁয়ে গেলেন রোহিত শর্মা।

 

ঘটনাটা সাম্প্রতিক নয়। তবে সামনে আসার পর নতুন করে গুঞ্জন তৈরি করেছে। সতীর্থ ঋষভ পান্ত গতকাল (১৫ আগস্ট) ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন একটি ভিডিও। সেটি আসলে ছিল মার্চে দুবাইয়ে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের উদযাপন মুহূর্ত। ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা নিশ্চিত করার পর ড্রেসিংরুম থেকে মাঠে নামতে নামতে সতীর্থদের সঙ্গে খুনসুটি করছিলেন পান্ত।

 

ভিডিওতে দেখা যায়, সতীর্থদের সঙ্গে কথা বলতে গিয়েই রোহিতের উদ্দেশে মজা করে কিছু বলেন পান্ত। সেটার জবাবে ভারত অধিনায়কও হেসে বলেন, “কি? অবসর নিয়ে নেব? প্রতিবার জয়ের পর তো আর অবসরের ঘোষণা দিতে পারি না।” তিনি ইঙ্গিত করছিলেন ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরপরই সেই ফরম্যাটকে বিদায় জানানোর ঘটনাকে।

 

রোহিতের এই কথায় সঙ্গে সঙ্গেই পান্তও মজা করে জবাব দেন, “আমি তো এমন কিছু বলিনি ভাই, আমরা তো একসাথে আরও খেলতে চাই।” পাশের আরেক সতীর্থকে দেখিয়ে আবার যোগ করেন, “ওই বলেছে এসব কথা।” মজার এমন কথোপকথন এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু।

 

এদিকে ভারতীয় ওয়ানডে দল আপাতত আন্তর্জাতিক ম্যাচ থেকে বিরতিতে রয়েছে। অক্টোবরের আগে কোনো সিরিজ নেই বলে রোহিত-কোহলিদের দীর্ঘ বিরতি কাটাতে হচ্ছে। সেই ফাঁকে ঘরোয়া আসর বিজয় হাজারে ট্রফিতে তাদের দেখা যেতে পারে বলে আভাস মিলছে। তবে অবসরের আলোচনায় দুই তারকার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কৌতূহল তুঙ্গে।