শিরোনাম
.jpg)
পিচের অজুহাত নয়, নিজেদের ভুল দেখতে বললেন কামরান আকমল। ছবি: সংগৃহীত।
ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডে সিরিজ হারের পর পাকিস্তান ক্রিকেট নিয়ে আবারও উঠেছে তীব্র সমালোচনার ঝড়। সাবেক অধিনায়ক কামরান আকমল সরাসরি দায় চাপিয়েছেন দলীয় সিস্টেম ও খেলোয়াড় বাছাই নীতির ওপর। তার মতে, পিচের অজুহাত নয়, ব্যর্থতার প্রকৃত কারণ খুঁজতে হবে নিজেদের মধ্যে।
সিরিজের নির্ধারণী ম্যাচে মাত্র ৯২ রানে অলআউট হয় পাকিস্তান। প্রতিপক্ষের কাছে হারে ২০২ রানের বিশাল ব্যবধানে। এর পরই নিজের ইউটিউব চ্যানেলে ক্ষোভ উগরে দেন কামরান আকমল। তিনি বলেন, “এই পারফরম্যান্স করেও যদি লজ্জা না হয় সাত-আট বছর ধরে বলছি, নিজের ঘরের মতো পছন্দের খেলোয়াড়দেরই খেলানো হচ্ছে। এটা পাকিস্তানের ক্রিকেট নয়। পুরো দল এক্সপোজ হয়ে গেল।”
সাম্প্রতিক ব্যর্থতার পরও পিচকে দায়ী করার প্রবণতাকে তিনি কড়া ভাষায় প্রত্যাখ্যান করেন। এর আগে কোচ মাইক হেসন ও অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ম্যাচের পিচ নিয়ে মন্তব্য করেছিলেন, তবে আকমলের মতে এটি আসল সমস্যাকে আড়াল করছে। কামরানের ভাষ্যে, “পিচ কেমন, তা নয় নিজেদের ভুলগুলো দেখো।”
আকমল উদাহরণ টেনে বলেন, অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড বা দক্ষিণ আফ্রিকা শক্তিশালী সিস্টেমের কারণে খারাপ সময় কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারে। কিন্তু পাকিস্তানে বারবার সিস্টেম বদলে দেওয়াই বড় সমস্যা। “এভাবে চলতে থাকলে ১৪-১৫ র্যাঙ্কিংয়ের দলগুলোর কাছেও হারবে পাকিস্তান। যুক্তরাষ্ট্রের কাছে তো টি-টোয়েন্টি হেরেছেই।”
তিনি তির্যক ভঙ্গিতে বলেন, এখন নেপাল বা নেদারল্যান্ডসও পাকিস্তানের সঙ্গে খেলে নিজেদের রেটিং বাড়াতে চাইবে। “ক্রিকেট এগিয়ে গেছে, অথচ আমরা এখনো ১৯৮০-এর দশকের ক্রিকেট খেলছি।”
দল পরিচালনার পদ্ধতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন আকমল। তার মতে, ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ভিত্তিতে দল সাজানো ক্রিকেটারদের মেধা নষ্ট করছে। “শুধু পছন্দের খেলোয়াড়দের খেলানো হচ্ছে। সাত ব্যাটসম্যান নিয়েও ৯২ রানে অলআউট এর চেয়ে বড় লজ্জা নেই।”
আরও পড়ুন: