৩৪ বছর পর পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জিতল ক্যারিবীয়রা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৫ ১৩:২৩

শেয়ার

৩৪ বছর পর পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জিতল ক্যারিবীয়রা
৩৪ বছর পর পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জিতল উইন্ডিজ। ছবি: সংগৃহীত।

ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে যেন দুই ভিন্ন ছবিই দেখা গেল প্রথমে শাই হোপের ধৈর্য ও নৈপুণ্যে গড়া ক্যারিবীয় ইনিংস, পরে জেইডেন সিলসের আগুন ঝরা বোলিংয়ে পাকিস্তানের ধস। মাত্র ৯২ রানে গুটিয়ে গিয়ে সফরকারীরা হার মানল ২০২ রানের বিশাল ব্যবধানে। এই জয়ে ৩৪ বছরের অপেক্ষা শেষে পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ, ২-১ ব্যবধানে।

 

টস জিতে ব্যাটিং নেয় স্বাগতিকরা। শুরুটা ছিল সতীর্থদের জন্য সতর্কবার্তা প্রথমেই আউট ব্রেন্ডন কিং (৫), এরপর কেসি কার্টি (১৭)। কিন্তু পঞ্চম উইকেটে রোস্টন চেজ ও শাই হোপের ৬৪ রানের জুটি ইনিংসে স্থিতি আনে। চেজ ২৯ বলে ৩৪ রানে ফিরলেও একপ্রান্তে দৃঢ় থাকেন অধিনায়ক হোপ। সপ্তম উইকেটে জাস্টিন গ্রিভসকে সঙ্গে নিয়ে যোগ করেন আরও ১১০ রান। গ্রিভসের ২৪ বলে ৪৩ রানের ক্যামিও এবং হোপের ৯৪ বলে অপরাজিত ১২০ রানে ভর করে ক্যারিবীয়রা দাঁড় করায় ২৯৪/৬। পাকিস্তানের হয়ে নাসিম শাহ ও আবরার আহমেদ নেন ২টি করে উইকেট।

 

লক্ষ্য তাড়ায় নেমে পাকিস্তানের শুরুটা যেন এক দুঃস্বপ্ন। ইনিংসের তৃতীয় বলেই শূন্য রানে ফিরলেন সাইম আইয়ুব। এর পরপরই শূন্য রানে আউট হন আব্দুল্লাহ শফিক ও মোহাম্মদ রিজওয়ান। বাবর আজম এলবিডব্লিউ হন ৯ রানে, তাতেও বিপর্যয় ঠেকেনি। প্রথম চার ব্যাটারের মধ্যে তিনজন শূন্য ও একজন এক অঙ্কে, সব ক’জন জেইডেন সিলসের শিকার ।

 

মাত্র ২৩ বছর বয়সী এই পেসার থামেননি সেখানেই। শেষ দিকে আরও দুই উইকেট তুলে নেন, শেষ পর্যন্ত ১৮ রানে ৬ উইকেট যা তার ওয়ানডে ক্যারিয়ারের সেরা এবং ওয়েস্ট ইন্ডিজের ইতিহাসে তৃতীয় সেরা বোলিং ফিগার। তার চেয়ে ভালো করেছেন কেবল উইনস্টন ডেভিস (৭/৫১, ১৯৮৩ বিশ্বকাপ) ও কলিন ক্রফট (৬/১৫, ১৯৮১)।

 

পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতার সারসংক্ষেপ মাত্র তিন ব্যাটার দুই অঙ্কে পৌঁছেছেন: সালমান আলি আগা (৩০), মোহাম্মদ নওয়াজ (অপরাজিত ২৩) ও হাসান নওয়াজ (১৩)। শেষ পর্যন্ত ২৯.২ ওভারে অলআউট ৯২। ওয়ানডেতে এটি তাদের ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ ব্যবধানে হার (২০২ রান) এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আরেকটি লজ্জাজনক অধ্যায় যাদের বিপক্ষেই তারা খেলেছে নিজেদের সর্বনিম্ন দুই ইনিংস (৪৩ ও ৭১)।

 

সিরিজে প্রথম ম্যাচে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে বৃষ্টিবিঘ্নিত পরাজয়, আর শেষ ম্যাচে এভাবে ভেঙে পড়া পাকিস্তানের জন্য এটি একটি হতাশাজনক সমাপ্তি। অন্যদিকে, হোপ ও সিলসের সম্মিলিত নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজ উদযাপন করল তিন দশকেরও বেশি সময় পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়।