অজিদের বিরুদ্ধে বড় জয়ে প্রোটিয়াদের সমতা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৫ ১৯:৪৯

আপডেট: ১৩ আগস্ট, ২০২৫ ১১:৪১

শেয়ার

অজিদের বিরুদ্ধে বড় জয়ে প্রোটিয়াদের সমতা
টি-টোয়েন্টিতে রেকর্ড গড়ে দক্ষিণ আফ্রিকার জয়। ছবি: সংগৃহীত।

ডারউইনে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাটে-বলে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে সিরিজে সমতায় ফিরেছে দক্ষিণ আফ্রিকা। ম্যাচের প্রধান নায়ক ডেভাল্ড ব্রেভিস, যিনি খেলেছেন টি-টোয়েন্টি আন্তর্জাতিক ইতিহাসে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। তাঁর ধ্বংসাত্মক সেঞ্চুরি প্রোটিয়াদের এনে দেয় ২১৮ রানের পাহাড়সম সংগ্রহ, যা তাড়া করতে নেমে ১৬৫ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।



টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতে প্রোটিয়ারা কিছুটা সতর্ক ছিল, কিন্তু একবার সেট হয়ে গেলে ডেভাল্ড ব্রেভিস ব্যাট হাতে ভয়ঙ্কর হয়ে ওঠেন। চার-ছক্কার ফুলঝুরি ছড়িয়ে মাত্র ৫৮ বলে করেন ১২৫ রান, যা দক্ষিণ আফ্রিকার হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। তাঁর ইনিংসে ছিল ১১টি চার ও ৭টি ছক্কা, যা অজি বোলারদের চুরমার করে দেয়।



মিডল অর্ডারে সাপোর্ট দেন রাইলি রুশো ও ট্রিস্টান স্টাবস, যারা ব্রেভিসকে সঙ্গ দিয়ে রান তোলার গতি ধরে রাখেন। শেষ ৫ ওভারে প্রোটিয়ারা তুলেছিল প্রায় ৬০ রান, যা স্কোরকে ২১৯ এ পৌঁছে দেয়।



২১৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া শুরুতেই চাপে পড়ে যায়। ট্রাভিস হেড (৫), ক্যামেরন গ্রিন (৯) দ্রুত ফিরলে চাপ আরও বেড়ে যায়। অধিনায়ক মিচেল মার্শ ২২ রান করলেও বড় ইনিংসে রূপ দিতে পারেননি।



টিম ডেভিড একমাত্র লড়াই করেন ২৪ বলে ৫০ রানের ইনিংস খেলেন ৪ চার ও ৪ ছক্কায়। কিন্তু অন্য প্রান্তে ধারাবাহিক উইকেট পতনের ফলে ১৭.৪ ওভারে থেমে যায় অজিদের ইনিংস ১৬৫ রানে।



দক্ষিণ আফ্রিকার পক্ষে মাফাকা ৪ ওভারে ৫৭ রান দিয়ে নেন ৩ উইকেট, করবিন বচ ৩ ওভারে মাত্র ২০ রানে শিকার করেন ৩ উইকেট। কাগিসো রাবাদা, এইডেন মার্করাম, লুঙ্গি এনগিডি ও নকাবায়োমজি পিটার প্রত্যেকে একটি করে উইকেট নেন।



ব্রেভিসের ঝোড়ো সেঞ্চুরিই ম্যাচের গতিপথ ঠিক করে দেয়। সেই সঙ্গে বচ-মাফাকার বলের আক্রমণ অসিদের ব্যাটিং লাইনআপকে ভেঙে দেয়। ফলস্বরূপ, সিরিজ ১-১ সমতায় গড়াল এবং তৃতীয় ম্যাচটি হবে  অঘোষিত ফাইনাল।



সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা – ২০ ওভারে ২১৯/৪ (ডেভাল্ড ব্রেভিস ১২৫,  ট্রিস্টান স্টাবস ৩১; হ্যাজলউড ২/৩৯)

অস্ট্রেলিয়া – ১৭.৪ ওভারে ১৬৫ অলআউট (টিম ডেভিড ৫০, অ্যালেক্স ক্যারি ২৬; মাফাকা ৩/৫৭, বচ ৩/২০)

ফল – দক্ষিণ আফ্রিকা ৫৪ রানে জয়ী

সিরিজ – ৩ ম্যাচের সিরিজ ১-১ সমতায়