এশিয়া কাপের জন্য ফিটনেস পরীক্ষা, দুশ্চিন্তায় হার্দিক-সূর্যকুমার 

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৫ ২০:৫১

শেয়ার

এশিয়া কাপের জন্য ফিটনেস পরীক্ষা, দুশ্চিন্তায় হার্দিক-সূর্যকুমার 
দুই তারকার ফিটনেসে দুশ্চিন্তায় ভারত। ছবি: সংগৃহীত।

এশিয়া কাপ শুরুর আর বাকি নেই এক মাসও। কিন্তু ভারতীয় ক্রিকেট শিবিরে এখন বড় চিন্তার বিষয় হার্দিক পান্ডিয়া ও সূর্যকুমার যাদবের ফিটনেস। গুরুত্বপূর্ণ এই দুই ক্রিকেটারের পুরোপুরি সেরে না ওঠায় দল ঘোষণা পিছিয়ে যাচ্ছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।



‘টাইমস অফ ইন্ডিয়া’ সূত্রে জানা গেছে, আগামী ১২ আগস্ট বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস টেস্ট দেবেন হার্দিক। জুলাইয়ের মাঝামাঝি থেকে তিনি মুম্বাইয়ে ব্যক্তিগত অনুশীলন শুরু করেছেন। গেল বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চলতি বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই অলরাউন্ডারকে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সম্পূর্ণ ফিট দেখতে চায় টিম ম্যানেজমেন্ট।



অন্যদিকে ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব জুন মাসে জার্মানিতে স্পোর্টস হার্নিয়ার অস্ত্রোপচার করিয়েছেন। এখনও পুরোপুরি সেরে না ওঠায় তিনি রয়েছেন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। মেডিকেল টিম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তার শারীরিক উন্নতি। অন্তত আরও এক সপ্তাহ থাকতে হবে পুনর্বাসন প্রক্রিয়ায়।



সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের ব্যাটিং অনুশীলন ও জিমে ওয়ার্কআউটের একটি ভিডিও পোস্ট করেছেন সূর্যকুমার। সেখানে ক্যাপশনে লিখেছেন, "নিজের প্রথম ভালোবাসার কাছে ফেরার তর সইছে না।" তবে বোঝা যাচ্ছে, ম্যাচ ফিটনেস পেতে তার আরও কিছুদিন সময় লাগবে।



ফিটনেস সমস্যা মিটিয়ে হার্দিক ও সূর্যকুমার দ্রুত মাঠে ফিরতে না পারলে ভারতের এশিয়া কাপ প্রস্তুতিতে ধাক্কা লাগতে পারে। এবারের টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে ৯ থেকে ২৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে। ভারত ও পাকিস্তান একই গ্রুপে, আর দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি লড়াই নির্ধারিত ১৪ সেপ্টেম্বর।



টুর্নামেন্টকে সামনে রেখে ভারতীয় দল শিগগিরই চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। তবে দুই মূল খেলোয়াড়ের ফিটনেস রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত বিসিসিআই সিদ্ধান্ত নিতে চাইছে না।