শিরোনাম

৫ বলেই কানাডার অবিশ্বাস্য জয়, আর্জেন্টিনার লজ্জার রেকর্ড। ছবি: সংগৃহীত।
এমন দৃশ্য ক্রিকেট মাঠে দেখা যায় কদাচিৎ টি-টোয়েন্টি ফরম্যাটে মাত্র ৫ বল খেলে জয়! ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৫-এর আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে কানাডা অনূর্ধ্ব-১৯ দল যেন বিদ্যুতের গতিতে ম্যাচ শেষ করে দিয়েছে। প্রতিপক্ষ আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৯ দল গুটিয়ে গেছে মাত্র ২৩ রানে, আর তাড়া করতে নেমে কানাডা শেষ করে ফেলেছে ম্যাচ, হাতে রেখেছে অবিশ্বাস্য ১১৫ বল!
রোববার (১০ আগস্ট) যুক্তরাষ্ট্রের জর্জিয়ার পরম বীর স্পোর্টস কমপ্লেক্সে টসে জিতে ব্যাটিং নিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু তাদের ব্যাটিং লাইনআপ যেন ধ্বসে পড়ল তাসের ঘরের মতো, ১৯.৪ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ২৩ রান। কারও ব্যক্তিগত রান ছুঁতে পারেনি দুই অঙ্ক, সাতজন ব্যাটার ফিরেছেন ‘গোল্ডেন ডাক’ নিয়ে। ২৩ রানের মধ্যে আবার ৭ রানই এসেছে ‘অতিরিক্ত’ থেকে!
কানাডার হয়ে বল হাতে তাণ্ডব চালিয়েছেন জগমানদীপ পাল, ৫ ওভারে ৩ মেডেন, মাত্র ৭ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট।
তাড়া করতে নেমে কানাডার জাতীয় দলের অভিজ্ঞ ও অনূর্ধ্ব-১৯ অধিনায়ক যুবরাজ সামরা ব্যাট হাতে নামলেন ধ্বংসাত্মক মুডে। প্রথম চার বলেই দুই চার ও দুই ছক্কা হাঁকিয়ে একাই ম্যাচ শেষ করে দেন তিনি। অন্য প্রান্তে ধর্ম প্যাটেল ছিলেন ১ রানে অপরাজিত।
ম্যাচটির যুব টি-টোয়েন্টি মর্যাদা না থাকলেও, থাকলে আর্জেন্টিনার ২৩ রানের ইনিংস হতো ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন যুব টি-টোয়েন্টি স্কোর। আর কানাডার ৫ বলে জয় হয়ে যেত আন্তর্জাতিক যুব টি-টোয়েন্টি ক্রিকেটের দ্রুততম রান তাড়ার রেকর্ড।
আরও পড়ুন: