ওয়াকার ইউনূসের চোখে ওয়াসিম আকরামের চেয়ে সেরা বুমরাহ 

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৫ ২০:৩৯

শেয়ার

ওয়াকার ইউনূসের চোখে ওয়াসিম আকরামের চেয়ে সেরা বুমরাহ 
ওয়াসিম নয়, বুমরাহই সেরা বললেন ওয়াকার ইউনিস।

পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিসের চোখে জসপ্রিত বুমরাহ শুধু দুর্দান্ত নন, বরং প্রজন্মের সেরা। সম্প্রতি ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া তাঁর ইউটিউব চ্যানেলে এই তথ্য প্রকাশ করেছেন।

 

চোপড়ার ভাষ্যে, অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে তিন ম্যাচে ১৪ উইকেট শিকার করে বুমরাহ আবারও প্রমাণ করেছেন, কেন তাঁকে বিশ্বের সেরা বলা হয়। তিনি জানান, এক সফরে গাড়িতে বসে বুমরাহকে পাকিস্তানের সাবেক তারকা ওয়াসিম আকরামের সঙ্গে তুলনা করলে ওয়াকার দ্বিধাহীনভাবে বলেছিলেন- “না, বুমরাহ আমাদের সবার চেয়ে ভালো। আমরা তাঁর বয়সে এতটা পরিপক্ব ভাবনা নিয়ে খেলিনি। তাঁর দক্ষতা ও মানসিকতা দুই-ই সেরা।”

 

তবে চোপড়া এটাও উল্লেখ করেছেন, বুমরাহকে নিয়ে সমালোচনাও কম নয়। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে মাত্র তিন ম্যাচ খেলেছেন তিনি, যা অনেকের কাছে ‘দায়িত্ব এড়িয়ে যাওয়া’ হিসেবে ধরা পড়েছে। কিছু সমর্থকের মতে, বুমরাহ খেললে দল হারে, আবার খেললেও পুরো দায়িত্ব নেন না। এই অবস্থার জন্য চোপড়া দুঃখ প্রকাশ করেছেন।

 

ভারতের এই ডানহাতি পেসারকে চোপড়া ‘জেনারেশনাল ট্যালেন্ট’ আখ্যা দিয়েছেন এমন এক ক্রিকেটার, যিনি সব ফরম্যাটে সমান কার্যকর। তাঁর মতে, “যদি বুমরাহকে বড় ম্যাচগুলোর জন্য ফিট রাখতে তিন ম্যাচ খেলানোই সমাধান হয়, তবে সেটাই করব। ভেঙে পড়ার ঝুঁকি না নিয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে তাঁকে মাঠে রাখা বেশি জরুরি।”

 

বুমরাহকে নিয়ে বিতর্ক থাকলেও তাঁর মাঠের পারফরম্যান্সে ভক্ত ও বিশেষজ্ঞদের প্রশংসা অব্যাহত। ওয়াকার ইউনূসের চোখে তিনি সবার ওপরে  দক্ষতায়, চিন্তাশক্তিতে ও প্রভাব বিস্তারে।