শিরোনাম

দক্ষিণ আফ্রিকা সফরে অস্ট্রেলিয়া ১-০ ব্যবধানে এগিয়ে গেল। ছবি: সংগৃহীত।
ডারউইনের ঘর্মাক্ত সন্ধ্যায় ব্যাট-বলে উত্তাপ ছড়াল দুই দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়া জয় পেল ১৭ রানের ব্যবধানে। ম্যাচের নায়ক টিম ডেভিডের বিধ্বংসী ব্যাটিং ও জোশ হ্যাজেলউড-বেন ডোয়ারশুইসের ধারালো বোলিংয়ে দক্ষিণ আফ্রিকা সফরে অস্ট্রেলিয়া ১-০ ব্যবধানে এগিয়ে গেল।
টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। শুরুটা ছিল তাদের পক্ষে-কাগিসো রাবাদা ও কুয়েনা মাফাকা মিলে দ্রুত তিন অজি ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন। মাত্র ৩০ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। তবে এরপর ক্রিজে আসেন ক্যামেরন গ্রিন ও টিম ডেভিড। গ্রিন ঝড়ো ১৩ বলে ৩৫ রান করে বিদায় নিলেও, মূল নাটক মঞ্চস্থ হয় ডেভিডের ব্যাট থেকে।
৫২ বলে ৮৩ রানের ইনিংসটি ছিল শক্তি ও কৌশলের মিশ্রণ চারটি চার ও আটটি ছক্কায় দক্ষিণ আফ্রিকার বোলারদের দম বন্ধ করে দেন তিনি। অন্য প্রান্তে কেউ দাঁড়াতে না পারলেও শেষ দিকে নাথান এলিস ও ডোয়ারশুইস মিলে স্কোর ১৭৮ রানে নিয়ে যান। মাফাকা ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ৪ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার।
টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় প্রোটিয়ারা। অধিনায়ক এইডেন মার্করাম ও প্রিটোরিয়াসকে দ্রুত ফিরিয়ে দেন হ্যাজেলউড ও ম্যাক্সওয়েল। যদিও উইকেটের একপ্রান্ত আঁকড়ে ধরে খেলতে থাকেন ওপেনার রায়ান রিকেলটন। ৫৫ বলে ৭১ রানের ইনিংসে ছিল ৭টি চার ও একটি ছক্কা তবে স্ট্রাইক রেট ছিল অনেকটা কম, যা শেষ দিকে চাপ বাড়িয়ে দেয়।
মাঝপথে ট্রিস্টান স্টাবস কিছুটা গতি আনলেও, হ্যাজেলউডের দ্বিতীয় স্পেল ও ডোয়ারশুইসের নিখুঁত ইয়র্কারে ভেঙে পড়ে আফ্রিকার আশা। শেষ ওভারে প্রয়োজন ছিল ২১ রান, কিন্তু আগেই মূল ব্যাটাররা সাজঘরে ফিরে গেছেন। দক্ষিণ আফ্রিকার ইনিংস থামে ৯ উইকেট হারিয়ে ১৬১ রানে এ।
হ্যাজলউড ২৭ রান দিয়ে নেন ৩ টি উইকেট ও ডোয়ারশুইস ও ৩ উইকেট পেয়েছেন, জাম্পা পান ২ উইকেট। ব্যাটে-বলে দারুণ সমন্বয়ে ১৭ রানে জিতে সিরিজে ১-০ তে এগিয়ে গেলো অস্ট্রেলিয়া।
আরও পড়ুন: