শিরোনাম

জিম্বাবুয়ের জন্য এটি টেস্টে সর্বোচ্চ রানের ব্যবধান হার। ছবি: সংগৃহীত।
নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে জিম্বাবুয়ে টেস্ট ক্রিকেটে তাদের সর্ববৃহৎ ব্যবধানে হেরেছে। বুলাওয়েতে মিচেল স্যান্টনারের নেতৃত্বে নিউজিল্যান্ড ৩৫৯ রানে জয়ী হয়ে সিরিজে হোয়াইটওয়াশ নিশ্চিত করেছে। এই হারের মাপকাঠি জিম্বাবুয়ের টেস্ট ইতিহাসে এক দুঃসহ স্মৃতি হয়ে থাকবে।
প্রথম ইনিংসে নিউজিল্যান্ড তাদের ব্যাটিং সামর্থ্যের পূর্ণ প্রমাণ দিলো। ডেভন কনওয়ে ১৫৩ রানের দীর্ঘ এক ইনিংস খেলেন। উইল ইয়ং ৭৪ রান যোগ করেন, আর হেনরি নিকোলস ১৫০ রানের অপরাজিত ইনিংস খেলেন। দলের পক্ষে রাচিন রবীন্দ্রও ১৬৫ রানের ইনিংস খেলে ব্যাট বিশাল স্কোরে পৌঁছে দেয় কিউই দলকে। মাত্র ৩ উইকেট হারিয়ে ৬০১ রানের দারুণ সংগ্রহের সামনে জিম্বাবুয়ের জন্য কঠিন লড়াই অপেক্ষা করছিল।
প্রথম ইনিংসে জিম্বাবুয়ের ব্যাটিং লাইন-আপ পুরোপুরি ব্যর্থ হয়। মাত্র ১২৫ রানে অলআউট হয়ে যায় দলটি। শুরুতেই ব্রায়ান বেনেট ও নিক ওয়েলশ দ্রুত ফিরলে দলের মনোবল ভেঙে পড়ে। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে ব্রেন্ডন টেলর করেন ৪৪ রান। ম্যাট হেনরি ও জাকারি ফোকসের কার্যকর বোলিংয়ে অন্যরা ধারাবাহিক উইকেট হারায়।
দ্বিতীয় ইনিংসেও জিম্বাবুয়ে আর বিপদ থেকে রেহাই পায়নি। মাত্র ১১৭ রানে ফের আলোর মুখ দেখেছে সব ব্যাটসম্যান। দলের ভরসা নিক ওয়েলশ (৪৭*) কিছুটা সংগ্রাম করলেও বাকিরা বড় স্কোর করতে ব্যর্থ হয়। একের পর এক উইকেট পতনের মাঝে হেনরি ও ডাফির বোলিং জিম্বাবুয়ের বিপর্যয় আরও গভীর করে। জাকারি ফোকসের অভিষেক টেস্টেই পাঁচ উইকেট তুলে নিয়ে বিশেষ নজর কেড়েছেন।
এই দুই ইনিংসের মিলিত ব্যবধানে জিম্বাবুয়ে টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে পরাজিত হলো। সিরিজের প্রথম ম্যাচে হারের পর এই পরাজয় পুরোপুরি হোয়াইটওয়াশ নিশ্চিত করলো নিউজিল্যান্ডের।
এই ফলাফল জিম্বাবুয়ের জন্য বড় সতর্কবার্তা। দলের দক্ষতা ও মানসিকতা নিয়ে কাজ না করলে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে তারা কঠিন সময়ের মুখোমুখি হতে পারে। অন্যদিকে, নিউজিল্যান্ড এই জয় থেকে আত্মবিশ্বাসে ভরপুর হয়ে উঠবে এবং ভবিষ্যত সিরিজে শক্তিশালী দলে পরিণত হবে।
আরও পড়ুন: