শিরোনাম

জীবনের ঝুঁকি নিয়ে সিরিজ বাঁচাতে প্রস্তুত ক্রিস ওকস। ছবি: সংগৃহীত।
ওভাল টেস্টের পঞ্চম দিনে জমে উঠেছে নাটকীয়তা। একদিকে সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে ৩৫ রানের অপেক্ষায় ইংল্যান্ড, অন্যদিকে ভারতের প্রয়োজন মাত্র ৪ উইকেট। এমন টানটান মুহূর্তে সামনে এসেছে এক অসাধারণ আত্মত্যাগের গল্প চোটগ্রস্ত ক্রিস ওকসের সম্ভাব্য ব্যাটিং!
ওভালের প্রথম দিন বাউন্ডারি ঠেকাতে গিয়ে বাঁ কাঁধে গুরুতর আঘাত পান ওকস। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) নিশ্চিত করে, স্ক্যান রিপোর্টে দেখা গেছে এই ইনজুরি তাকে দীর্ঘদিন মাঠের বাইরে রাখবে। এমনকি অস্ত্রোপচারের আশঙ্কাও রয়েছে, যার ফলে আসন্ন অ্যাশেজেও খেলা হবে না তার।
তবে দলে তার নিবেদন প্রশ্নাতীত। মাঠে আর দেখা না গেলেও ড্রেসিংরুমে দেখা গেছে তাকে—বাঁ হাতে ব্যান্ডেজ, পরনে ম্যাচ জার্সি। পরিষ্কার, প্রয়োজনে এক হাতেই ব্যাট করতে প্রস্তুত তিনি। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও দলের সিনিয়র সদস্য জো রুট সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ‘ওকস আমাদের সঙ্গে পুরোপুরি আছে। সে ব্যথায় কাতর, তবু দলের জন্য জীবন ঝুঁকিতে ফেলতেও প্রস্তুত।’
রুট বলেন, ‘এটা এমন এক সিরিজ, যেখানে শরীরকে বলি দিচ্ছে অনেকেই। ম্যানচেস্টার টেস্টে যেমন পান্ত ভাঙা পায়ে ব্যাট করেছে, তেমনি ওকসও ইংল্যান্ডের জার্সির জন্য ব্যথা ভুলে নামতে পারে।’ রুট আরও আশা প্রকাশ করেন, ‘প্রয়োজন যেন না পড়ে, তবে ও প্রস্তুত। এটিই তার ব্যক্তিত্বের পরিচয়।’
চতুর্থ দিনে রুট নিজেই ছিলেন ম্যাচের নায়ক। হ্যারি ব্রুকের সঙ্গে ১৯৫ রানের জুটি গড়ে দলকে এগিয়ে দেন। তার ক্যারিয়ারের ৩৯তম শতকটি আসে চাপে, দায়িত্বে আর আবেগে ভরপুর এক ইনিংস হিসেবে। তবে ১০০ রানে থেমে যাওয়ার হতাশা লুকাতে পারেননি তিনি, ‘আমার সেখানে থেকেই ম্যাচ শেষ করা উচিত ছিল।’
প্রসঙ্গত, ম্যাচে নাটকীয় মোড় আনে শেষ বিকেলে ভারতের তিনটি দ্রুত উইকেট। কিন্তু ইংল্যান্ড এখনও ফেভারিট। ব্যাট হাতে জেমি স্মিথ ও ক্রেইগ ওভারটন আছেন। এরপর গাস অ্যাটকিনসন ও জশ টাং। আর একেবারে শেষ ভরসা ক্রিস ওকস।
আরও পড়ুন: