শিরোনাম
.jpg)
বুমরাহকে ছাড়াই এশিয়া কাপ ভাবছে ভারত। ছবি: সংগৃহীত।
ভারতের পেস আক্রমণের প্রধান অস্ত্র জাসপ্রীত বুমরাহকে হয়তো দেখা যাবে না আগামী মাসের এশিয়া কাপে। সেপ্টেম্বরের ৯ তারিখ থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের আগে বুমরাহকে বিশ্রামে রাখার সিদ্ধান্তে পৌঁছাতে পারেন নির্বাচকেরা।
এই সিদ্ধান্তের পেছনে রয়েছে ভারতের ব্যস্ত সূচি। এশিয়া কাপ শেষ হবে ২৯ সেপ্টেম্বর। আর এর মাত্র তিন দিন পরেই শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২ অক্টোবর, আহমেদাবাদে। ফলে টানা দুটি সিরিজে অংশ নেওয়া কঠিন হয়ে উঠতে পারে এই ৩১ বছর বয়সী পেসারের জন্য।
ইতিমধ্যে চলমান ইংল্যান্ড সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট থেকে বুমরাহকে ‘অফিশিয়ালি’ অব্যাহতি দেওয়া হয়েছে। সিরিজ শুরুর আগেই বুমরাহকে মাত্র তিনটি ম্যাচে খেলানোর পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনারই অংশ হিসেবে এই বিশ্রাম।
এই সিরিজে তিন টেস্টে বুমরাহ বল করেছেন প্রায় ১২০ ওভার এবং নিয়েছেন ১৪টি উইকেট। লর্ডস ও হেডিংলিতে দুটি পাঁচ উইকেট শিকারও রয়েছে তাঁর ঝুলিতে। তবে ম্যানচেস্টার টেস্টে তাঁর পারফরম্যান্স কিছুটা হতাশাজনক এক ইনিংসে ১০০’র বেশি রান দিয়েছেন, যা তাঁর ক্যারিয়ারে প্রথমবার।
বর্তমানে বুমরাহর টেস্ট উইকেট সংখ্যা ৪৮ ম্যাচে ২১৯।
বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগারকার আগেই জানিয়েছেন, সামনে ব্যস্ত ক্যালেন্ডার থাকায় বুমরাহর খেলার সময়সীমা সীমিত রাখা হবে। বুমরাহ যদি এশিয়া কাপে অংশ নেন এবং ভারত ফাইনাল পর্যন্ত যায়, তাহলে ওয়েস্ট ইন্ডিজ টেস্টে তাঁকে প্রস্তুত রাখা প্রায় অসম্ভব হয়ে যাবে।
এ কারণে নির্বাচকেরা দুটি পথের একটিতে হাঁটতে পারেন এক, বুমরাহ এশিয়া কাপ বাদ দিয়ে খেলবেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নভেম্বরে, যেখানে গুরুত্বপূর্ণ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট রয়েছে। অথবা, ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও বিশ্রামে থেকে জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ফিরবেন, যা হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ।
সব মিলিয়ে বুমরাহর সামনে এখন খুব সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখার সময়। তাঁর অভাব হয়তো এশিয়া কাপে টের পাওয়া যাবে, তবে দীর্ঘ মেয়াদে ফিট থাকাটা ভারতের জন্য আরও জরুরি।
আরও পড়ুন: