হোম গ্রাউন্ডে সর্বোচ্চ রানের রেকর্ডে টেন্ডুলকারকে ছাড়িয়ে গেলেন রুট

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ আগস্ট, ২০২৫ ১৫:৫১

শেয়ার

হোম গ্রাউন্ডে সর্বোচ্চ রানের রেকর্ডে টেন্ডুলকারকে ছাড়িয়ে গেলেন রুট
শচীনকে টপকে ইতিহাসে রুটের নতুন জায়গা। ছবি: সংগৃহীত।

যখনই ব্যাট হাতে মাঠে নামছেন, তখনই যেন রেকর্ড বই নতুন করে লিখছেন জো রুট। ব্যাট হাতে ওভালে বড় কিছু না করলেও মাত্র ২৯ রানেই ইংলিশ তারকা গড়েছেন দুইটি উল্লেখযোগ্য কীর্তি। একটি রেকর্ডে আবার পেছনে ফেলেছেন ক্রিকেটের 'লিটল মাস্টার' শচীন টেন্ডুলকারকেও।

 

ওভালে ভারতের বিপক্ষে সিরিজের শেষ টেস্টের প্রথম ইনিংসে রুট করেছেন ২৯ রান, ৫৫ বল খেলে। এই ইনিংসেই তিনি ইংল্যান্ডে অর্থাৎ ঘরের মাঠে ৭২২০ টেস্ট রানের মাইলফলক ছুঁয়ে গেছেন। এতদিন এই তালিকায় তিনি ছিলেন তৃতীয় স্থানে। এবার শচীন টেন্ডুলকারকে (যিনি ভারতের মাটিতে করেছিলেন ৭২১৬ রান) সরিয়ে উঠে গেছেন দুই নম্বরে। এখন রুটের সামনে শুধুই রিকি পন্টিং অস্ট্রেলিয়ায় পন্টিংয়ের সংগ্রহ ৭৫৭৮ রান। সেই রেকর্ডও আর খুব দূরে নয়!

 

এতেই শেষ নয়। ভারতের বিপক্ষে ঘরের মাঠে সবচেয়ে বেশি টেস্ট রান এই জায়গাতেও রুট এখন একা শীর্ষে। ভারতের বিপক্ষে ইংল্যান্ডের মাটিতে তার সংগ্রহ এখন ২০০৬ রান। এটি অন্য যেকোনো ব্যাটারের চেয়ে বেশি। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন রিকি পন্টিং, যিনি ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ায় করেছিলেন ১৮৯৩ রান।

 

তবে এমন রেকর্ডময় দিনেও রুট থেমেছেন কিছুটা হতাশাজনকভাবে মোহাম্মদ সিরাজের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন সাজঘরে।

 

ম্যাচের দিক থেকে, ভারতের প্রথম ইনিংসের ২২৪ রানের জবাবে ইংল্যান্ড করেছে ২৪৭ রান। দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে ৭০ রান তুলে ভারত দিন শেষ করেছে। এখনো তারা এগিয়ে ৫২ রানে।

 

এই ম্যাচটি অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির পাঁচ ম্যাচের সিরিজের শেষ টেস্ট। সিরিজে এখন ২-১ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড। ফলে ওভালের এই টেস্ট হতে যাচ্ছে সিরিজ নির্ধারণী এক যুদ্ধ।