পাকিস্তানে এশিয়া কাপ সম্প্রচার নিয়ে নতুন শঙ্কা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ আগস্ট, ২০২৫ ১৫:১৭

আপডেট: ২ আগস্ট, ২০২৫ ১৬:২৭

শেয়ার

পাকিস্তানে এশিয়া কাপ সম্প্রচার নিয়ে নতুন শঙ্কা
আর্থিক চাপে এশিয়া কাপ সম্প্রচার জটিলতায় পাকিস্তান। ছবি: সংগৃহীত।

এশিয়া কাপ ২০২৫-এর সময়সূচি চূড়ান্ত হলেও নানা বিতর্ক পিছু ছাড়ছে না। বিশেষ করে ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রাখাকে কেন্দ্র করে চলছে তুমুল আলোচনা। এর মধ্যেই নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে পাকিস্তানে টুর্নামেন্টটির সম্প্রচার নিয়েই দেখা দিয়েছে শঙ্কা।

 

এশিয়া কাপ সম্প্রচারের স্বত্ব এখন ভারতের সনি স্পোর্টস নেটওয়ার্কের হাতে। তারা ২০৩১ সাল পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সঙ্গে ১৭০ মিলিয়ন ডলারে (প্রায় ১৪৮০ কোটি টাকা) একটি দীর্ঘমেয়াদি চুক্তি করেছে। এই চুক্তির আওতায় পাকিস্তানে সম্প্রচারের জন্য সনি চাইছে পুরো রাইটসের ২৫ শতাংশ অর্থাৎ প্রায় ১২ মিলিয়ন ডলার (৩৭০ কোটি টাকা)।

 

পূর্বে পাকিস্তানে সম্প্রচারের জন্য মোট চুক্তির ১০ শতাংশ অর্থ দিলেই চলত। এখন সেই হার এক লাফে বেড়ে দাঁড়িয়েছে ২৫ শতাংশে। এত বেশি অর্থে সম্প্রচারে আগ্রহ দেখাচ্ছে না পাকিস্তানের কোনো টেলিভিশন নেটওয়ার্ক। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এমন বিনিয়োগে লাভজনক হওয়া কঠিন বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

 

পাকিস্তানি সংবাদমাধ্যম ‘ডন’ বলছে, এই চাপ সামাল দেওয়া পিসিবির পক্ষেও কঠিন। বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, “এই পরিস্থিতিতে পাকিস্তানের সব সম্প্রচারকারী সংস্থাকে এক প্ল্যাটফর্মে এসে সিদ্ধান্ত নিতে হবে সম্মিলিতভাবে এক চ্যানেলে সম্প্রচার করবে, নতুবা কোনো সম্প্রচারই হবে না।” অর্থাৎ, সমঝোতা না হলে পাকিস্তানে এবারের এশিয়া কাপের খেলা দেখার সুযোগ থাকবে না দর্শকদের।

 

এর সঙ্গে যোগ হয়েছে আরও একটি বিতর্ক। যদিও এশিয়া কাপে  ভারত-পাকিস্তান একই গ্রুপে, তবুও ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লিজেন্ডস (ডব্লিউসিএল)-এ দুই ম্যাচে মুখোমুখি হওয়ার কথা থাকলেও, ভারত মাঠে নামেনি। এসব ঘটনাই এশিয়া কাপ ঘিরে অনিশ্চয়তা আরও বাড়িয়ে দিচ্ছে।