গ্যারি সোবার্স-গাভাস্কারের অর্ধশতাব্দী পুরনো রেকর্ড ভাঙলেন গিল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩১ জুলাই, ২০২৫ ১৯:০৮

আপডেট: ৩১ জুলাই, ২০২৫ ১৯:১১

শেয়ার

গ্যারি সোবার্স-গাভাস্কারের অর্ধশতাব্দী পুরনো রেকর্ড ভাঙলেন গিল
রেকর্ড ভাঙার উৎসব চলছে শুবমান গিলের। ছবি: সংগৃহীত।

ওভাল টেস্টের প্রথম দিনেই ইতিহাসের পাতায় নিজের নাম তুললেন ভারত অধিনায়ক শুবমান গিল। অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির এই পঞ্চম ও শেষ টেস্টের প্রথম সেশনেই ভেঙেছেন গ্যারি সোবার্স ও সুনীল গাভাস্কারের অর্ধশতাব্দী পুরনো দুটি রেকর্ড।

 

সিরিজের আগের চার টেস্টে ৭২২ রান করে গিল সমতায় এসেছিলেন সোবার্সের সঙ্গে, যিনি ১৯৬৬ সালের ইংল্যান্ড সফরে করেছিলেন সমান রান। আজ (৩০ জুলাই) ওভালে দিনের দ্বিতীয় ঘণ্টায় ব্যাটিংয়ে নেমে গিল তার প্রথম স্কোরিং শটেই ইতিহাস ছুঁয়ে ফেলেন। ক্রিস ওকসের বলে স্কয়ার লেগে দুটি রান নিয়ে ছাড়িয়ে যান ক্যারিবিয়ান কিংবদন্তিকে—সেনা(দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া) দেশগুলো সফরকারী অধিনায়ক হিসেবে এক সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ড এখন গিলের। যা ৫৯ বছর ধরে দখলে ছিল স্যার গারফিল্ড সোবার্সের।

 

এর কিছুক্ষণ পরই জেমি ওভারটনকে কাভার ড্রাইভে চার মেরে ১১ রানে পৌঁছান, ভেঙে দেন গাভাস্কারের ৪৬ বছর পুরনো ৭৩২ রানের রেকর্ডও। ভারতের অধিনায়ক হিসেবে এক টেস্ট সিরিজে সবচেয়ে বেশি রানের মালিক এখন ২৫ বছর বয়সী এই ব্যাটসম্যান।

 

বৃষ্টির কারণে প্রথম সেশন শেষ হয় আগেভাগে, তখন গিল অপরাজিত ১৫ রানে। সামনে রয়েছে আরও বড় রেকর্ড ভাঙার সুযোগ। এই ইনিংসে যদি ৫৩ রান করতে পারেন, তবে ভারতের হয়ে এক সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ডটিও (গাভাস্কার, ৭৭৪ রান, ১৯৭১) নিজের করে নেবেন তিনি। আর ৮৯ রান করলে পেছনে ফেলবেন কিংবদন্তি ডন ব্র্যাডম্যানকেও, অধিনায়ক হিসেবে এক সিরিজে সর্বোচ্চ (৮১০ রান, ১৯৩৬-৩৭ অ্যাশেজ) রানের রেকর্ডে।

 

ইতিমধ্যে গাভাস্কার (৭৩২), গাভাস্কার ও ডেভিড গাওয়ার (৭৩২)– এদের সবাইকে ছাড়িয়ে অধিনায়ক হিসেবে এক সিরিজে রান তালিকায় তিন নম্বরে উঠে এসেছেন গিল (৭৩৭*)।

 

অধিনায়কত্ব, ব্যাটিং দক্ষতা আর ইতিহাস গড়ার নেশা, সব মিলিয়ে ইংল্যান্ড সফরটা শুবমান গিলের জন্য হয়ে উঠছে রূপকথার মতো।