শিরোনাম
.jpg)
টি-টোয়েন্টি অভিষেকের পর এবার ওয়ানডে অভিষেকের অপেক্ষায় ওয়েন। ছবি: সংগৃহীত।
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন মিচেল ওয়েন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে বিধ্বংসী পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ এবার জায়গা পেলেন অস্ট্রেলিয়ার ওয়ানডে দলেও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে নাম আছে ২৩ বছর বয়সী এই অলরাউন্ডারের।
হোবার্ট হ্যারিকেনসের হয়ে বিগ ব্যাশে ওপেনিংয়ে দুই সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় আসা ওয়েন গত ফেব্রুয়ারিতে দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৯ বলে ১৪৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন লিস্ট ‘এ’ ক্রিকেটে, যা এখনো তার একমাত্র ফিফটির ইনিংস। ১৭টি লিস্ট ‘এ’ ম্যাচে এখন পর্যন্ত তার সংগ্রহ ৩২৬ রান, গড় মাত্র ২৫.০৭। যদিও ওয়ানডে স্কোয়াডে ডাক পাওয়ার পেছনে মূল ভূমিকা রেখেছে তার সদ্য শেষ হওয়া ক্যারিবিয়ান সফর।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন ওয়েন। অভিষেক ম্যাচেই ঝড়ো হাফসেঞ্চুরি করার পর শেষ ম্যাচে করেন ১৭ বলে ৩৭ রান। পুরো সিরিজে তার স্ট্রাইক রেট ছিল ১৯২.৫০, ৫ ম্যাচে ছক্কা মেরেছেন ১২টি। মিডল অর্ডারে ফিনিশারের ভূমিকায় ব্যাট করে দারুণ কার্যকারিতা দেখিয়েছেন তিনি, সাথে মিডিয়াম পেস বোলিংও করেছেন ধারাবাহিকভাবে।
এই সিরিজে ওয়েন ছাড়াও অভিষেক হয়েছে স্পিনার ম্যাথু কুনেমানের। নির্বাচক জর্জ বেইলি জানান, “টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আমরা দল গঠনে ফ্লেক্সিবিলিটি ও গভীরতা তৈরিতে মনোযোগী। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে মিচেল ওয়েন ও কুনেমানের অভিষেক এবং নাথান এলিসের ধারাবাহিকতা বিশেষভাবে প্রশংসাযোগ্য।”
চ্যাম্পিয়ন্স ট্রফির পর প্রথমবার ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া। স্মিথ-ম্যাক্সওয়েলের অবসরের পর এটি হবে নতুন নেতৃত্বে প্রথম সিরিজ। প্যাট কামিন্স ও মিচেল স্টার্ককে বিশ্রামে রেখেই দল গঠন করা হয়েছে। অধিনায়কত্বে থাকছেন মিচেল মার্শ। দীর্ঘদিন পর ওয়ানডে দলে ফিরেছেন ল্যান্স মরিস, যিনি চোটের কারণে নিয়মিত দলে ছিলেন না। ব্যাটার ট্রাভিস হেড ও অভিজ্ঞ পেসার জশ হেইজেলউড ফিরেছেন বিশ্রাম শেষে।
টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ হবে ১০ ও ১২ আগস্ট ডারউইনে, শেষটি ১৬ আগস্ট কেয়ার্নসে। এরপর ওয়ানডে সিরিজ শুরু হবে ১৯ আগস্ট কেয়ার্নসে, পরবর্তী দুই ম্যাচ ২২ ও ২৪ আগস্ট ম্যাকাইতে।
অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, টিম ডেভিড, বেন ডোয়ার্শিস, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হেইজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেমান, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল ওয়েন, ম্যাথু শর্ট, অ্যাডাম জ্যাম্পা।
অস্ট্রেলিয়া ওয়ানডে স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স কেয়ারি, বেন ডোয়ার্শিস, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশান, ল্যান্স মরিস, মিচেল ওয়েন, ম্যাথু শর্ট, অ্যাডাম জ্যাম্পা।
আরও পড়ুন: