শিরোনাম
.jpg)
ইনজুরি জর্জরিত ভারত শিবিরে নতুন ধাক্কা বুমরাহ'র চোট। ছবি: সংগৃহীত।
সিরিজ বাঁচাতে হলে জিততেই হবে। অথচ এমন এক ম্যাচেই দলে নেই ভারতের সেরা পেসার জাসপ্রিত বুমরাহ। অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির ‘অঘোষিত ফাইনাল’ ওভাল টেস্টে বিশ্রামে রাখা হয়েছে তাকে। ভারতের টিম ম্যানেজমেন্ট ও মেডিকেল ইউনিট মিলে এই সিদ্ধান্তে পৌঁছেছে পুরনো চোট থেকে তাকে রক্ষা করতেই।
বুমরাহর না খেলার খবর মোটেও আশ্চর্যজনক নয়। সিরিজ শুরুর আগেই ধারণা দেওয়া হয়েছিল, পাঁচ টেস্টের মধ্যে সর্বোচ্চ তিনটিতে দেখা যাবে তাকে। সেই পরিকল্পনা অনুযায়ী হেডিংলি, লর্ডস ও ওল্ড ট্র্যাফোর্ডে খেলেছেন বুমরাহ। এজবাস্টনে বিশ্রাম নেওয়ার পর আবার এখন পঞ্চম টেস্টেও বিশ্রামে।
ওল্ড ট্র্যাফোর্ডে ভারতের বোলিং ইউনিট অনেকটাই পরিশ্রান্ত ছিল। মাত্র তিন দিনের বিরতি শেষে সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে নামানো ঝুঁকির হতে পারত। যদিও ওই ম্যাচে শেষদিনে বুমরাহ বোলিংই করেননি, এমনকি আগের তুলনায় স্পষ্টভাবে কমে এসেছিল তার গতি।
সিরিজের শুরুর দিকে তার ১৪০ কিমি/ঘণ্টার ওপর গতি ছিল যেখানে হেডিংলিতে এমন ডেলিভারির হার ছিল ৪২.৭ শতাংশ, লর্ডসে তা কমে ২২.৩ শতাংশে এবং ওল্ড ট্র্যাফোর্ডে নেমে আসে মাত্র ০.৫ শতাংশে। মানে, কাঁধে ও পিঠের চাপে তার পারফরম্যান্স গ্রাফ ও ছিল নিম্নগামী।
ওল্ড ট্র্যাফোর্ডে একমাত্র ইনিংসে তিনি বল করেন ৩৩ ওভার, ক্যারিয়ারে যা দ্বিতীয় সর্বোচ্চ। উইকেট পান মাত্র ২টি, রান দেন ১১২। এমন খরুচে বোলিং বুমরাহর ক্যারিয়ারে বিরল। টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো এক ইনিংসে তিন অঙ্কে রান দিয়েছেন তিনি।
ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, চোটের পুরোনো ইতিহাস ও ভবিষ্যতের আন্তর্জাতিক সূচির কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
বুমরাহর জায়গায় একাদশে দেখা যেতে পারে চোট কাটিয়ে ফেরা আকাশ দিপকে। তিনি ও অর্শদীপ সিং আগের ম্যাচে ইনজুরির কারণে খেলেননি। সফরকালীন দলে থাকা অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি হাঁটুর চোটে আগেই ছিটকে গেছেন।
এই পরিস্থিতিতে দলে ডাকা হয়েছে উইকেটরক্ষক নারায়ণ জগদীশনকে। কিন্তু সবচেয়ে বড় অনুপস্থিতি নিঃসন্দেহে বুমরাহ। এমন ম্যাচে যেখানে এক ইনিংসের পারফরম্যান্স গড়তে পারে সিরিজের ভাগ্য, সেখানেই নেই বিশ্বের এক নম্বর টেস্ট বোলার।
দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ টেস্ট শেষে সিরিজ এখন ২-১ ব্যবধানে ইংল্যান্ডের পক্ষে। ভারতকে সিরিজ ড্র করতে হলে ওভালে জিততেই হবে। কিন্তু সে মঞ্চে নামার আগেই তারা হারিয়ে ফেলল তাদের প্রধান বোলিং অস্ত্রকে।
অন্যদিকে, ইংল্যান্ড দলে নেই বেন স্টোকস। চোটে পড়ে নেতৃত্ব ছাড়তে হয়েছে তাকে। ফলে ওভালে দুই দলেরই বড় পরীক্ষার মঞ্চ তৈরি হয়ে গেল অনেক আগেই।
আরও পড়ুন: