কাঁধের চোটে শেষ টেস্ট থেকে ছিটকে গেলেন স্টোকস

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৫ ১৭:৫০

আপডেট: ৩০ জুলাই, ২০২৫ ১৯:০২

শেয়ার

কাঁধের চোটে শেষ টেস্ট থেকে ছিটকে গেলেন স্টোকস
ওভালে শেষ টেস্টে খেলা হচ্ছে না বেন স্টোকসের। ছবি: সংগৃহীত।

আবারও ইনজুরির কবলে পড়েছেন বেন স্টোকস। ওভালে ভারতের বিপক্ষে পঞ্চম ও শেষ টেস্ট শুরুর আগেই বাদ পড়েছেন তিনি। কাঁধের চোটের কারণে খেলা হবে না তার। স্টোকসের অনুপস্থিতিতে এবার ইংলিশ দলকে নেতৃত্ব দেবেন ওলি পোপ।

 

দলে আসছে বেশ কিছু পরিবর্তন। অলরাউন্ডার জ্যাকব বেটেল খেলবেন ছয়ে। চোটের ধকল সামলে ফিরছেন গাস অ্যাটকিনসন। স্কোয়াডে জায়গা পেয়েছেন আরও দুই পেসার জশ টাং এবং জেমি ওভারটন। বোলিং ইউনিট থেকে বাদ পড়েছেন ধারাবাহিকভাবে খেলা ব্রায়ডন কার্স, অভিজ্ঞ জোফরা আর্চার ও স্পিনার লিয়াম ডসন।

 

চতুর্থ টেস্টের শেষ দিনগুলোতে বল হাতে স্পষ্ট অস্বস্তিতে ছিলেন স্টোকস। প্রথম ইনিংসে বোলিং করেছিলেন ২৪ ওভার, দ্বিতীয় ইনিংসে সেটা কমে দাঁড়ায় ১১-তে। তার কাঁধের সমস্যা তখন থেকেই স্পষ্ট।

 

স্টোকসের অনুপস্থিতি কেবল নেতৃত্বে নয়, ব্যাট-বল দুই বিভাগেই বড় ঘাটতি। ম্যানচেস্টারে বল হাতে ৫ উইকেটের সঙ্গে ব্যাটে দাপুটে ১৪১ রান—একই টেস্টে এমন অলরাউন্ড পারফরম্যান্স ইংল্যান্ডের ইতিহাসেও বিরল। তবে এখন তাকে ছাড়াই সামলাতে হবে ভারসাম্যহীন পেস আক্রমণ। জশ টাং ইতোমধ্যে নিয়েছেন ১১ উইকেট, ওকসের আছে ১০, তবে ওভারটন খেলেছেন কেবল এক টেস্ট, তাও ২০২২ সালে।

 

অ্যাটকিনসনের জন্য এটা এই সিরিজে প্রথম ম্যাচ, চোট কাটিয়ে ফিরছেন তিনি। পেছনে রয়েছে কেবল একটি সেকেন্ড-ইলেভেন ম্যাচ। বিশেষজ্ঞ স্পিনার না থাকায় বিকল্প হিসেবে দেখা যাবে রুট এবং বেটেলকে।

 

ইংল্যান্ড সিরিজে এগিয়ে ২-১ ব্যবধানে। শেষ টেস্টে জয় বা ড্র হলেই ট্রফি নিশ্চিত। অন্যদিকে, ভারত দল এখনো চূড়ান্ত হয়নি। নিশ্চিতভাবে খেলছেন না উইকেটরক্ষক ঋষভ পান্ত (পায়ের চোট) এবং বিশ্রামে থাকতে পারেন বুমরাহ, যাকে আগেই তিন ম্যাচে সীমাবদ্ধ রাখার কথা ছিল।

 

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ (৫ম টেস্ট বনাম ভারত): জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ (অধিনায়ক), জো রুট, হ্যারি ব্রুক, জ্যাকব বেটেল, জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, জেমি ওভারটন, জশ টাং।