শিরোনাম
.jpg)
পিচ কিউরেটরের ওপর মেজাজ হারালেন গম্ভীর। ছবি: সংগৃহীত।
ভারত ও ইংল্যান্ডের মধ্যকার পঞ্চম ও শেষ টেস্টের আর মাত্র দুই দিন বাকি। ম্যানচেস্টারে ঐতিহাসিক ড্রয়ের পর এবার সিরিজে সমতা ফেরানোর সামনে সুযোগ শুভমান গিলের দলের। ‘হ্যান্ডশেক’ বিতর্কে ইতোমধ্যেই গম্ভীর তার ক্ষোভ প্রকাশ করেছেন। এবার গুরুত্বপূর্ণ এই লড়াইয়ের ঠিক আগে, মঙ্গলবার (২৯ জুলাই) ওভাল স্টেডিয়ামে তৈরি হলো এক অপ্রীতিকর পরিস্থিতি—ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরকে দেখা গেল মাঠের কিউরেটর লি ফোর্টিসের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়াতে।
গম্ভীরকে সে সময় বেশ ক্ষুদ্ধ অবস্থায় দেখা যায় এবং একাধিকবার কিউরেটরের দিকে আঙুল তুলেও ইঙ্গিত দেন। এক পর্যায়ে মেজাজ হারিয়ে গম্ভীর বলেন, “আপনি আমাদের কী করতে হবে, তা বলতে পারেন না। আপনি কেবল একজন গ্রাউন্ডসম্যান, সেভাবেই থাকুন।”
এ সময় পাশে দাঁড়িয়ে থাকা ভারতের ব্যাটিং কোচ সিতাংশু কোটাকও আলোচনায় যুক্ত হন। তাকেও কিউরেটরের সঙ্গে বেশ উত্তেজিত ভঙ্গিতে কথা বলতে দেখা যায়। পরে অবশ্য কিউরেটর ফোর্টিস কোটাকের সঙ্গে দীর্ঘসময় আলোচনা করেন, সম্ভবত নিজের অবস্থান ব্যাখ্যা করতেই।
এ ব্যাপারে ভারতের ব্যাটিং কোচ সিতাংশু কোটাক সাংবাদিকদের জানান, “আমরা যখন পিচ পর্যবেক্ষণ করতে যাই, তখন লি ফোর্টিস আমাদের কমপক্ষে ৮ ফুট দূরে দাঁড়াতে বলে, অথচ আমাদের পায়ে তখন ছিল রাবার স্পাইকের জুতা। কিন্তু তিনি এমন ব্যবহার করছিলেন যেন এটা ক্রিকেট পিচ নয় কোনো প্রাগৈতিহাসিক পুরাকীর্তি!” “অবশ্য লি ফোর্টিস এমনিতেই বদমেজাজি, এটা নতুন কিছু নয়।”
অবশ্য সাংবাদিকদের কাছে লি ফোর্টিস খানিকটা মজার ছলে বলেন, “গৌতম কে আপনারা সকাল থেকেই দেখছিলেন, সে কিরকম মেজাজে ছিল।”, “সে একটু বেশিই ইমোশনাল!” যোগ করেন ফোর্টিস।
এই ঘটনার পর ভারতীয় শিবিরে কিছুটা উত্তেজনা ছড়ালেও, টেস্ট শুরুর আগে দল যেন দ্রুত মনোযোগ ফেরাতে পারে মূল ম্যাচে—এটাই এখন বড় চ্যালেঞ্জ। সিরিজ নির্ধারণী এই ম্যাচে জয় মানে শুধু সমতা নয়, সম্মানজনক প্রত্যাবর্তনও বটে।
আরও পড়ুন: