‘ফ্রি মাইলফলক’ বিতর্কে ওয়াশিংটন-জাদেজাকে ডেল স্টেইনের কটাক্ষ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৫ ১৭:৪৯

আপডেট: ২৯ জুলাই, ২০২৫ ১৭:৫০

শেয়ার

‘ফ্রি মাইলফলক’ বিতর্কে ওয়াশিংটন-জাদেজাকে ডেল স্টেইনের কটাক্ষ
সাবেক প্রোটিয়া তারকা পেসার ডেল স্টেইন। ছবি: সংগৃহীত।

ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে ভারতের লড়াকু ব্যাটিংয়ে নিশ্চিত এক হারকে ড্রয়ে পরিণত করেচছে নতুন চেহারার টিম ইন্ডিয়া। তবে ম্যাচ শেষে আলোচনা শুধু ম্যাচ বাঁচানোর নয়, বিতর্ক জন্ম নেয় ম্যাচের শেষ ঘণ্টায়। ড্র যখন নিশ্চিত ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস ভারতীয় ব্যাটারদের হ্যান্ডশেকের প্রস্তাব দেন, তখন সেটি প্রত্যাখ্যান করেন রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর। দু'জনই তখন সেঞ্চুরির দ্বারপ্রান্তে।

 

স্টোকস এরপর সরাসরি জিজ্ঞেস করেন জাদেজাকে, তিনি কি সত্যিই হ্যারি ব্রুক ও বেন ডাকেটের মতো পার্টটাইম বোলারদের বিপক্ষে সেঞ্চুরি করতে চান? এমন মন্তব্যে যুক্ত হন জ্যাক ক্রলি, যিনি মাঠ ছেড়ে হ্যান্ডশেক করার পরামর্শ দেন জাদেজাকে।

 

যদিও ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইন ও অ্যালিস্টার কুক ভারতীয়দের সিদ্ধান্তকে সমর্থন করেছেন, কিন্তু ক্রিকেট মহলের একাংশ এটিকে 'স্পিরিট অফ দ্য গেম'-এর পরিপন্থী বলেই আখ্যা দিচ্ছেন।

 

এবার সেই বিতর্কে মুখ খুললেন দক্ষিণ আফ্রিকার সাবেক ফাস্ট বোলার ডেল স্টেইন। এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক প্রতিক্রিয়ায় স্টেইন ভারতীয় ব্যাটারদের কটাক্ষ করে বলেন, তারা "ফ্রি মাইলফলক" অর্জনের পেছনে ছুটেছেন, যা ভদ্রলোকের খেলার আদর্শ আচরণের সঙ্গে বেমানান।

 

প্রোটিয়া স্পিনার তাবরাইজ শামসির একটি পোস্টের জবাবে স্টেইন লেখেন, “শামো, এই পেঁয়াজের অনেক স্তর আছে, আর প্রতিটি কাউকে না কাউকে কাঁদাবে। ব্যাটাররা ম্যাচ ড্র করার জন্য ব্যাট করছিল, সেটিই ছিল তাদের লক্ষ্য। যখন ড্র নিশ্চিত হয়ে গেল এবং ফলাফল অনিবার্য হয়ে উঠল, তখন হ্যান্ডশেকের প্রস্তাব দেওয়া হয় - এটাই তো ভদ্রতা, তাই না? এরপর হঠাৎ করে নিরাপদে জেনে তারা ‘মাইলফলক’ নেওয়ার দিকে মন দিল - যদিও নিয়মের মধ্যে পড়ে, ব্যাপারটা কিছুটা অদ্ভুত ঠেকে। তারা ভালো ব্যাট করেছে, সন্দেহ নেই। তবে শেষ ঘণ্টায় যদি তারা দ্রুত রান করার চেষ্টা করত, তাহলে অন্তত সবাই একমত হতে পারত যে দুই দলই ম্যাচে লড়াই করেছে।”

 

এই মন্তব্যে স্পষ্ট, স্টেইন বিষয়টিকে কেবল নিয়মের দৃষ্টিকোণ থেকে নয়, খেলার চেতনাকে সামনে রেখে দেখছেন। তার মতে, খেলার সৌন্দর্য ও শ্রদ্ধাবোধের জায়গা থেকেও কিছু সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন, যা শুধু নিয়ম মেনে খেললে হয় না।

 

এদিকে ভারতীয় দলে থেকে এখন পর্যন্ত কেউ এই বিতর্কে সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে অনেকে মনে করছেন, এমন পরিস্থিতিতে ব্যক্তিগত রেকর্ডের চেয়ে দলের সম্মান ও খেলোয়াড়সুলভ আচরণই বড় হয়ে ওঠা উচিত ছিল।

 

সিরিজের ভাগ্য নির্ধারিত হবে ওভালের শেষ টেস্টে। বিতর্কের আবহে সেই ম্যাচের উত্তাপ আরও বাড়বে বলেই ধারণা করা হচ্ছে।