টস থেকে ট্রফি, ৮ ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে অস্ট্রেলিয়ার ইতিহাস

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৫ ১৭:৩৪

আপডেট: ২৯ জুলাই, ২০২৫ ১৭:৪৮

শেয়ার

টস থেকে ট্রফি, ৮ ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে অস্ট্রেলিয়ার ইতিহাস
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে নতুন ইতিহাস গড়ল অস্ট্রেলিয়া। ছবি: সংগৃহীত।

বাংলাদেশি অভিনেতা মোশাররফ করিমের পরিচিত সেই সংলাপ “আট মানে নট!” - এবার যেন বাস্তবে রূপ নিল অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। কারণ এই সিরিজে আট ম্যাচেই হেরেছে ক্যারিবিয়ানরা। ৩টি টেস্ট আর ৫টি টি-টোয়েন্টিতে একটিতেও জয়ের মুখ দেখেনি তারা।

 

অন্যদিকে অস্ট্রেলিয়া গড়ে ফেলেছে এক অনন্য কীর্তি। টানা আট ম্যাচে জয়ের পাশাপাশি তারা সব ক’টিতেই টস জিতেছে - যা এক সিরিজে প্রায় নজিরবিহীন ঘটনা। ক্রীড়া বিশ্লেষকদের কাছেও এই রেকর্ডের উদাহরণ খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে।

 

টেস্ট সিরিজে প্যাট কামিন্সের নেতৃত্বে হয়েছে ৩-০ ব্যবধানে ক্লিনসুইপ। এরপর মিচেল মার্শের অধীনে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে সফরকারীরা। সফরের প্রতিটি ম্যাচেই টস জিতে ম্যাচও জিতেছে অস্ট্রেলিয়া, ফিরছে ৮-০ ব্যবধানে অনন্য এক সাফল্য নিয়ে।

 

ক্রিকেট ইতিহাসে এটি অস্ট্রেলিয়ার এক সফরে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড, যেখানে কোনো ম্যাচ তারা হারেনি বা ড্র হয়নি। আগেও একবার, ২০০৫ সালে নিউজিল্যান্ড সফরে তারা আট ম্যাচ জিতেছিল, তবে সেবার ছিল একটি ড্র ম্যাচ।

 

তবে বিশ্বরেকর্ড এখনও ভারতের দখলে। ২০১৭ সালে শ্রীলঙ্কা সফরে টানা ৯ ম্যাচ জিতেছিল বিরাট কোহলির দল, একটি ম্যাচও হারেনি বা ড্র হয়নি।

 

এই ক্যারিবিয়ান সফরে দারুণ ধারাবাহিকতা ছিল অস্ট্রেলিয়ানদের। শেষ টি-টোয়েন্টিতে তিন উইকেটের জয়ে সিরিজে ৫-০ ব্যবধান নিশ্চিত করে তারা। মার্শ জানান, চতুর্থ ম্যাচ জেতার পরই দল জেনেছিল—সামনে ইতিহাস গড়ার সুযোগ।

 

“আমরা সিরিজজুড়ে অসাধারণ ক্রিকেট খেলেছি। চতুর্থ ম্যাচের পর সবাই মিলে কথা বলেছি—এই সফরে যদি সব ম্যাচ জিততে পারি, সেটি হবে অসাধারণ একটি অর্জন। সেই লক্ষ্যেই খেলেছি আমরা,” বলেন মার্শ।

 

ওয়েস্ট ইন্ডিজ অবশ্য বিশ্রামের খুব বেশি সময় পাচ্ছে না। শুক্রবার ভোর ৬টায় (বাংলাদেশ সময়) ফ্লোরিডায় পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে তাদের। এরপর আছে ওয়ানডে সিরিজও।

 

অস্ট্রেলিয়ার সামনে এখন ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। সিরিজ শুরু ১০ আগস্ট।