শিরোনাম
.jpg)
জাসপ্রীত বুমরাহ। ছবি: সংগৃহীত।
ইংল্যান্ড বনাম ভারতের মধ্যকার ৫ ম্যাচ টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক ইংল্যান্ড। ওল্ড ট্র্যাফোর্ডে সদ্যসমাপ্ত চতুর্থ টেস্টে ভারতের অন্যতম প্রধান পেসার জাসপ্রিত বুমরাহর শরীরী ভাষা নিয়ে উঠেছে প্রশ্ন। দিনের শেষভাগে টানা ৩৩ ওভারের লম্বা স্পেলে বোলিং করার সময় তাকে বেশ অস্বস্তিতে দেখা গেছে। তার চলাফেরা, বল ডেলিভারির গতি এবং স্বাভাবিক ছন্দ হারানোর বিষয়টি নজরে আসে ক্রিকেট বিশ্লেষকদেরও।
এমন পরিস্থিতিতে আসন্ন ওভাল টেস্টে বুমরাহর খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। দীর্ঘদিনের পিঠের ইনজুরি থেকে ফিরেই সিরিজে তিনটি টেস্ট খেলা এই পেসারের জন্য আগে থেকেই ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট’ পরিকল্পনা ছিল দলের। তবে চূড়ান্ত ম্যাচে তাকে খেলানো হবে কিনা, তা এখনও নিশ্চিত না হলেও কোচ গম্ভীর বলছেন ভিন্ন কথা।
তবে ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর এক সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছেন, তাদের স্কোয়াডের সব পেসারই ফিট এবং ইনজুরির আশঙ্কা নেই। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “শেষ টেস্টের জন্য আমাদের কম্বিনেশন নিয়ে এখনও কোনও আলোচনা হয়নি। জাসপ্রিত বুমরাহ খেলবে কি না— তা এখনও ঠিক হয়নি। তবে যে-ই খেলুক, দেশকে জেতানোর জন্যই খেলবে। আমাদের সব পেসার ফিট আছে। ইনজুরির কোন আশংকা নেই।”
ওল্ড ট্র্যাফোর্ডে চতুর্থ টেস্টে বুমরাহ ছাড়াও ইনজুরির কারণে দলে ছিলেন না আকাশ দীপ, আর্শদীপ সিং, এবং অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি। ফলে পঞ্চম টেস্টে ফিট বোলারদের উপস্থিতি ভারতীয় দলে নতুন আশা যোগাচ্ছে।
তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগেই ভারতের অধিনায়ক শুভমান গিল বলেছন, “এটা পুরোপুরি নির্ভর করছে বুমরাহর ওপর। যদি ও মনে করে সে সম্পূর্ণ ফিট এবং খেলতে প্রস্তুত, তাহলে সেটা নিঃসন্দেহে আমাদের জন্য দারুণ ব্যাপার হবে।”
লন্ডনের ঐতিহাসিক দ্য ওভালে, সিরিজের শেষ টেস্ট শুরু হবে বৃহস্পতিবার (৩১ জুলাই)।
আরও পড়ুন: