ইংলিশ অধিনায়কের ওপর ‘নাখোশ’ ভারতীয় কোচ গম্ভীর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৫ ১৮:৩৪

আপডেট: ২৮ জুলাই, ২০২৫ ১৮:৩৬

শেয়ার

ইংলিশ অধিনায়কের ওপর ‘নাখোশ’ ভারতীয় কোচ গম্ভীর
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বেন স্টোকসকে একহাত নিলেন গম্ভীর। ছবি: সংগৃহীত।

ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট ড্র হলেও ম্যাচের শেষ সেশনে ঘটে যায় এক নাটকীয় ঘটনা। ভারতের দুই অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর যখন নিজ নিজ শতকের খুব কাছাকাছি (জাদেজা ৯০ ও সুন্দর ৮৫ রানে), তখন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস আম্পায়ারের মাধ্যমে ম্যাচ ড্র ঘোষণার প্রস্তাব দেন। তবে সেই প্রস্তাব বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেন দুই ভারতীয় ব্যাটার, যার ফলে ইংলিশ শিবিরে তৈরি হয় বিরক্তি ও উত্তেজনা।

 

ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে ৩১১ রানের ঘাটতি মেটানোর পথে অবিচ্ছিন্ন ২০৩ রানের এক মহাকাব্যিক জুটি গড়েন জাদেজা ও সুন্দর। নিজেদের ব্যাটিং প্রচেষ্টায় দলকে রক্ষা করার পর, দুজনেই চান ঐতিহাসিক ইনিংসটি ব্যক্তিগত শতকে রূপ দিতে। তবে স্টোকস এই ইচ্ছা ভালোভাবে নেননি। তিনি ব্যঙ্গ করে জিজ্ঞেস করেন, “তোমরা কি হ্যারি ব্রুকের বিপক্ষে শতক করতে চাও?” জাদেজার জবাব ছিল শান্ত—“আমি কিছুই করতে পারি না।”

 

পরিস্থিতি আরও নাটকীয় হয়, যখন স্টোকস বোলিংয়ে আনেন ব্যাটার হ্যারি ব্রুককে প্রতীকী প্রতিবাদের অংশ হিসেবে। আর সেই ওভারেই ছয় মেরে নিজের তৃতীয় টেস্ট শতক পূর্ণ করেন জাদেজা।

 

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ভারতীয় কোচ গৌতম গম্ভীর এ নিয়ে সরাসরি কথা বলেন। তিনি প্রশ্ন তোলেন, “যদি ইংল্যান্ডের কোনো ব্যাটার ৯০ ও ৮৫ রানে থাকত, তবে কি তারা হেঁটে চলে যেত?” তিনি আরও বলেন, “ওরা ঝড় পেরিয়ে এসেছে। তাদের পুরো অধিকার আছে সেঞ্চুরির জন্য খেলে যাওয়ার। ওয়াশিংটনের জন্য এটা ছিল প্রথম টেস্ট শতক পাওয়ার সুযোগ। এমনকি খেলাটি যখন আইনি সীমার মধ্যে চলেছে, তখন আপত্তির কোনো জায়গা নেই।”

 

তিনি স্পষ্টভাবে বলেন, “খেলায় এইরকম মুহূর্ত তৈরি হয়। যদি কেউ এমন সুযোগ পায়, তার সঠিক ব্যবহার করাটাই স্বাভাবিক।”

 

ভারত ও ইংল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ শুরু হবে আগামী ৩১ জুলাই, বৃহস্পতিবার। যেখানে সিরিজ জয়ের লড়াইয়ে মাঠে নামবে ইংল্যান্ড। আর শেষ ম্যাচ জিতে সিরিজ ড্র করে দেশে ফিরতে মরিয়া ইনজুরি জর্জরিত ভারত।