ডন ব্র্যাডম্যান ও সুনীল গাভাস্কারের কাতারে গিল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৫ ২০:৪০

আপডেট: ২৭ জুলাই, ২০২৫ ২০:৪৩

শেয়ার

ডন ব্র্যাডম্যান ও সুনীল গাভাস্কারের কাতারে গিল
অধিনায়ক হিসেবে নিজের প্রথম সিরিজেই ৪ সেঞ্চুরি করে ব্র্যাডম্যান এবং গাভাস্কারের পাশে গিল। ছবি: সংগৃহীত।

অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট সিরিজ, প্রতিপক্ষ ইংল্যান্ড, মঞ্চ ওল্ড ট্রাফোর্ড—আর এই দৃশ্যপটেই ইতিহাসের পাতায় নাম লেখালেন শুভমান গিল। ভারতের টেস্ট দলের নতুন অধিনায়ক তাঁর অভিষেক সিরিজেই ছুঁয়ে ফেলেছেন কিংবদন্তিদের এক অনন্য রেকর্ড। চার টেস্টে চতুর্থ সেঞ্চুরি তুলে নিয়ে গিল এখন টেস্ট ইতিহাসে এক সিরিজে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ শতকের তালিকায় শীর্ষে।

এই তালিকায় গিলের সঙ্গে আছেন আর মাত্র দুজন। একজন টেস্ট ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ব্যাটসম্যান স্যার ডন ব্র্যাডম্যান। আরেকজন ভারতের কিংবদন্তি ওপেনার সুনীল গাভাস্কার। ব্র্যাডম্যান ১৯৪৭-৪৮ মৌসুমে ভারতের মাটিতে ৫ ম্যাচে করেছিলেন ৪টি সেঞ্চুরি। গাভাস্কার ১৯৭৮-৭৯ মৌসুমে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ টেস্টে ৯ ইনিংসে করেন চার শতক।

প্রায় পাঁচ দশক পর সেই এলিট লিস্টে জায়গা করে নিয়েছেন গিল। আর যদি সিরিজের শেষ টেস্ট—ওভালের পঞ্চম ম্যাচে আরেকটি শতক পান, তবে এই রেকর্ডে একচ্ছত্র রাজত্বে নাম লেখাবেন তিনি। শুধু তাই নয়, আরও কয়েকটি রেকর্ড এখন হাতছানি দিচ্ছে এই ভারতীয় তারকাকে।

এখন পর্যন্ত সিরিজে গিলের রান ৭২২। আরেকটি রেকর্ড গড়তে হলে তাঁকে পার করতে হবে অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক ডন ব্র্যাডম্যানকে, যিনি ১৯৩৬-৩৭ মৌসুমে অ্যাশেজে ৮১০ রান করেছিলেন। অধিনায়ক হিসেবে এক সিরিজে সর্বোচ্চ রান সেটিই। গিল সেই লক্ষ্যে আছেন ঠিক পথেই।

ভারতের জার্সিতে এক সিরিজে সবচেয়ে বেশি রান করার রেকর্ডও খুব দূরে নয়। গাভাস্কার ১৯৭০-৭১ মৌসুমে ক্যারিবিয়ান সফরে ৪ টেস্টে করেছিলেন ৭৭৪ রান। যেটা ছিল তাঁর অভিষেক সিরিজও। আর পুরো টেস্ট ইতিহাসে এক সিরিজে সর্বোচ্চ রান? সেটিও স্যার ডনের দখলে। ১৯৩০ সালে ইংল্যান্ডে গিয়ে মাত্র ৫ টেস্টেই করে ফেলেছিলেন ৯৭৪ রান!

এই মুহূর্তে গিল যেখানে দাঁড়িয়ে, সেখানে তাঁর সামনে উন্মুক্ত ইতিহাসের এক মহাদ্বার। ওভালে আরেকটি সেঞ্চুরি মানেই শুধু নতুন রেকর্ড নয়, ভারতীয় ক্রিকেট ইতিহাসে আরও এক উজ্জ্বল অধ্যায়ের সূচনা।