বুমরাহর টেস্ট ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা প্রকাশ মোহাম্মদ কাইফের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৫ ১৮:৫৫

আপডেট: ২৬ জুলাই, ২০২৫ ১৮:৫৮

শেয়ার

বুমরাহর টেস্ট ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা প্রকাশ মোহাম্মদ কাইফের
বুমরাহ'র টেস্ট ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে মোহাম্মদ কাইফের মন্তব্য। ছবি. সংগৃহীত।

টেস্ট ক্রিকেট থেকে জাসপ্রীত বুমরাহর বিদায় ঘণ্টা বেজে গেছে - এমনই ইঙ্গিত দিলেন ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ। তার মতে, বারবার চোটে পড়া ও শরীরিক সীমাবদ্ধতার কারণে হয়তো শিগগিরই এই ফরম্যাট থেকে অবসর নিতে পারেন বুমরাহ।

 

ম্যানচেস্টারে ইংল্যান্ড-ভারত চলমান টেস্ট সিরিজে বুমরাহর পারফরম্যান্স ও শরীরী ভাষা নিয়ে উঠেছে প্রশ্ন। হাঁটাচলায় অস্বস্তি, বলের গতি কমে যাওয়া—সব মিলিয়ে ফের চোটে পড়েছেন কিনা, তা নিয়েও চলছে গুঞ্জন। যদিও ভারতীয় দলের বোলিং কোচ মর্নে মরকেল আশ্বস্ত করেছেন যে বুমরাহ ফিট আছেন, তবুও মাঠের পারফরম্যান্স বলছে ভিন্ন কথা।

 

এই ম্যাচে চোটের কারণে কিপিং করতে পারেননি রিশভ পন্তও। অন্যদিকে বুমরাহর ধীর গতির বোলিং ও শারীরিক অস্বস্তি নতুন করে চিন্তায় ফেলেছে ভারতীয় শিবিরকে। বিশেষ করে তার পিঠের পুরনো চোট ও বোলিং অ্যাকশনের কারণে শরীরে অতিরিক্ত চাপ পড়ছে—যা তাকে বারবার মাঠের বাইরে ঠেলে দিচ্ছে।

 

এর আগেও চলতি সিরিজে দুর্দান্ত শুরু করেছিলেন বুমরাহ। লিডস ও লর্ডস—দুই ভেন্যুতেই পাঁচ উইকেট নিয়ে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন তিনি। তবে ম্যানচেস্টারে চতুর্থ টেস্টের তৃতীয় সেশন শেষে মাঠ ছাড়ার পর থেকেই ফের চোটের শঙ্কা জেগেছে।

 

এই প্রেক্ষাপটে কাইফের মন্তব্য, "বুমরাহ আসন্ন টেস্ট ম্যাচগুলোতে নাও খেলতে পারেন, এমনকি তিনি অবসরও নিতে পারেন। সে রীতিমতো সংগ্রাম করছে এবং এই টেস্টে তার বলের গতি কম ছিল।"

 

আরও স্পষ্টভাবে কাইফ বলেন, “বুমরাহ যদি মনে করেন তিনি তার সেরাটা দিতে পারছেন না, তাহলে হয়তো নিজেই টেস্ট ফরম্যাট থেকে সরে দাঁড়াবেন। তিনি উইকেট না পেলে দলে খেলতেই চাইবেন না।”

 

ভারতীয় দলের ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন কাইফ। তার মতে, ভক্তদের এখন বুমরাহবিহীন দলের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকা উচিত। “বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবিচন্দ্রন অশ্বিনের অবসরের পর ভারতীয় দলে চলছে রূপান্তরের সময়। এখন যদি বুমরাহও টেস্টকে বিদায় জানান, তবে বড় একটা অধ্যায়ের শেষ হবে।”