ডেভিডের ঝড়ো সেঞ্চুরি, ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে অজিরা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৫ ১০:২০

শেয়ার

ডেভিডের ঝড়ো সেঞ্চুরি, ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে অজিরা
সেঞ্চুরির পর উল্লসিত টিম ডেভিড। ছবি: সংগৃহীত।

নিজের ব্যাটে অপরাজিত শতরান করে অস্ট্রেলিয়ার টিম ডেভিড সৃষ্টি করলেন এক স্মরণীয় মুহূর্ত। শেই হোপের ৫৭ বলের ১০২ রানের অসাধারণ ইনিংসের পরও ২১৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ডেভিডের ব্যাটিং তাণ্ডবই ম্যাচের রং বদলে দেয়। ৩৭ বলে ৬ চার ও ১১ ছক্কায় ১০২ রান করে তিনি ছিনিয়ে নেন অস্ট্রেলিয়ার দ্রুততম টি-টোয়েন্টি শতরানের রেকর্ড। ক্যারিবিয়ান উইকেটরক্ষক ব্যাটসম্যান শেই হোপ হয়তো ভাবছিলেন জয় হাতের মুঠোয়, কিন্তু ডেভিডের সেঞ্চুরির সামনে হার মানতে হলো ওয়েস্ট ইন্ডিজকে।

 

ওয়ার্নার পার্কের ছোট বাউন্ডারিতে শুরু থেকেই চাপ সৃষ্টি করে ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী জুটি। ব্র্যান্ডন কিং ও শেই হোপ প্রথম ১০ ওভারে ১২৫ রান যোগ করেন। তবে পরবর্তী ব্যাটসম্যানরা সেই গতি ধরে রাখতে পারেননি। পঞ্চম উইকেটে মিচেল ওয়েনের সঙ্গে ডেভিডের ১২৮ রানের ঝড়ো জুটিতে অস্ট্রেলিয়া শেষ ২৩ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয়। ওয়েনও ছিলেন অবিচলিত, ১৬ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন।

 

অস্ট্রেলিয়ার রান তাড়া কঠিন হলেও ডেভিডের ব্যাটের স্রোতে সব চ্যালেঞ্জ শেষ হয়ে যায়। আগের ম্যাচে অভিষেকের পর এবার তার পারফরম্যান্সে জ্বলে উঠেছে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ। ম্যাচের পর ডেভিড জানান, আন্দ্রে রাসেলের উপহার দেয়া ব্যাটটি তাঁর জন্য বিশেষ। তিনি বলেন, “এই ব্যাট নিয়ে প্রায় এক বছর খেলছি, আজকে মনে হচ্ছে এর সেরা ব্যবহার এখনই।”

 

ওয়েস্ট ইন্ডিজের বোলিং আক্রমণকে চতুর্থ আম্পায়ার বার বার নতুন বলের বাক্স নিয়ে মাঠে নামতে হয়েছে, যা ডেভিডের বিধ্বংসী ব্যাটিংয়ের প্রমাণ। সিরিজের পরবর্তী ম্যাচ হবে সেন্ট কিটসে, যেখানে রোববার বাংলাদেশ সময় ভোর ৫টায় মাঠে গড়াবে লড়াই।

 

সংক্ষিপ্ত স্কোর:

 

ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ২১৪/৪ (কিং ৬২, হোপ ১০২*, হেটমায়ার ৯, রাদারফোর্ড ১২, পাওয়েল ৯, শেফার্ড ৯*; ডোয়ার্শিস ৪-০-৪৬-০, অ্যাবট ৪-০-২১-০, এলিস ৪-০-৩৭-১, ম্যাক্সওয়েল ২-০-৩১-০, জ্যাম্পা ৪-০-৫১-১, ওয়েন ২-০-২৩-১)।

 

অস্ট্রেলিয়া: ১৬.১ ওভারে ২১৫/৪ (মার্শ ২২, ম্যাক্সওয়েল ২০, ইংলিস ১৫, গ্রিন ১১, ডেভিড ১০২*, ওয়েন ৩৬*; ব্লেডস ৩-০-৪০-০, হোল্ডার ৩-০-৩৫-১, আকিল ৪-০-৩৯-০, শেফার্ড ৩.১-০-৩৯-২, মোটি ২-০-৩৮-০, চেইস ১-০-২৩-০)।

 

ফল: অস্ট্রেলিয়া উইকেটে ৬ জয়ী।

 

সিরিজ: ৫ ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া ৩-০ ব্যবধানে এগিয়ে।

 

ম্যান অব দা ম্যাচ: টিম ডেভিড।