ঢাকায় এসিসির সভা শেষে চূড়ান্ত: আমিরাতে এশিয়া কাপ, খেলছে ৮ দল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৫ ১৪:৩৬

শেয়ার

ঢাকায় এসিসির সভা শেষে চূড়ান্ত: আমিরাতে এশিয়া কাপ, খেলছে ৮ দল

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা। দীর্ঘদিন ধরে নানা কূটনৈতিক জটিলতা ও শঙ্কার মধ্য দিয়ে যাওয়ার পর এই সভা আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও সভায় শারীরিকভাবে উপস্থিত ছিল না ভারত ও শ্রীলঙ্কা, তবে অনলাইনেই যুক্ত হয়েছে দুই দেশের প্রতিনিধি। আর সেই সভাতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এশিয়া কাপ নিয়ে।

 

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। আগামী ৫ সেপ্টেম্বর শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। আয়োজক হিসেবে নির্ধারিত হয়েছে দুবাই ও আবুধাবির দুটি ভেন্যু।

 

এবারের আসরে অংশ নিচ্ছে আটটি দল। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে থাকবে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এ ছাড়া বাছাইপর্ব পেরিয়ে মূলপর্বে সুযোগ পেয়েছে সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং। শুরুর দিকে এই টুর্নামেন্ট ভারতে আয়োজনের কথা থাকলেও পরে পাকিস্তান তাদের দল পাঠাতে অস্বীকৃতি জানানোয় নিরপেক্ষ ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয় আমিরাতকে।

 

ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার ছায়া পড়েছে এবারের আয়োজনেও। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকে দুই দেশের সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস টুর্নামেন্টে ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল করা হয়। এতে ভারতের হয়ে খেলতে অস্বীকৃতি জানিয়েছিলেন হরভজন সিং, শিখর ধাওয়ান, ইরফান পাঠান ও ইউসুফ পাঠানের মতো তারকা ক্রিকেটাররা।

 

তবে এখন পর্যন্ত এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে কোনো নিষেধাজ্ঞার ঘোষণা আসেনি। ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সেক্রেটারি দেবজিত সাইকিয়া ইতিমধ্যে জানিয়েছেন, ভারত এশিয়া কাপ বয়কট করবে না। ফলে রাজনৈতিক উত্তেজনার মধ্যেও মাঠে দেখা যেতে পারে উপমহাদেশের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের হাইভোল্টেজ লড়াই।