ঢাকায় এসিসির সভা বয়কট করেছে ভারত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৫ ১৩:৪২

শেয়ার

ঢাকায় এসিসির সভা বয়কট করেছে ভারত
ছবি: সংগৃহীত

ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা বর্জন করেছে ভারত। এমনটাই জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

আগামী ২৪ জুলাই ঢাকায় এসিসির বার্ষিক সভা অনুষ্ঠিত হবে। তবে ইন্ডিয়া টুডে জানিয়েছে, রাজনৈতিক ও কূটনৈতিক কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং এসিসির আরও কিছু সদস্য বোর্ড এই বৈঠক বর্জনের সিদ্ধান্ত নিয়েছে।

সুত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, ঢাকায় বৈঠকটি অনুষ্ঠিত হলে তাতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত এসিসি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভিকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বিসিসিআই। ভারত ও বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক টানাপোড়েনে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে।

শুধু ভারতের ক্রিকেট বোর্ড নয়, শ্রীলঙ্কা, ওমান ও আফগানিস্তানের ক্রিকেট বোর্ডও এই বর্জনে যোগ দিয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। এসিসির বৈঠকের ভেন্যু নিয়ে এ তিন দেশের ক্রিকেট বোর্ডেরও নাকি আপত্তি আছে। তবে আপত্তি ওঠার পরও এসিসি চেয়ারম্যান মহসিন নাকভি বৈঠকটি ঢাকায় আয়োজন করতে বদ্ধপরিকর, জানিয়েছে ইন্ডিয়া টুডে।

সংবাদমাধ্যমটিকে সূত্র বলেছেন, ‘এসিসি এবং চেয়ারম্যান নাকভিকে নিজেদের অবস্থান পরিষ্কার জানিয়ে দিয়েছে বিসিসিআই। ভেন্যু পাল্টানোর বিষয়ে তারা ব্যক্তিগতভাবে অনুরোধও করেছিল। কিন্তু এখন পর্যন্ত কোনো উত্তর পাওয়া যায়নি।’

এতে এশিয়া কাপ আয়োজন নিয়ে সংকট তৈরি হয়েছে। আগামী সেপ্টেম্বরে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়ার কথা।