শিরোনাম
.jpg)
পাকিস্তান ক্রিকেট দলের একাংশ। ছবি: সংগৃহীত।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ (বুধবার) সকালে পাকিস্তান ক্রিকেট দলের প্রথম বহর বাংলাদেশে এসে পৌঁছেছে। অধিনায়ক সালমান আগা সহ কয়েকজন ক্রিকেটার ইতোমধ্যে ঢাকায় পা রেখেছেন। দলের বাকি সদস্যরা বিকেলে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ২০ জুলাই মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে।
দেশ ছাড়ার আগে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের অধিনায়ক সালমান আগা বলেন, “বাংলাদেশ যেকোনো কন্ডিশনেই ভালো দল, বিশেষ করে নিজেদের মাঠে তারা অনেক শক্তিশালী। রেকর্ড দেখলে দেখা যায় তারা বিশ্বের অনেক সেরা দলকেও হারিয়েছে। তাই আমরা এই চ্যালেঞ্জের কথা বুঝে নিজেদের প্রস্তুত করেছি।”
তিনি আরও বলেন, “আন্তর্জাতিক ক্রিকেট মানেই নতুন নতুন চ্যালেঞ্জ। জীবনের মতোই এগিয়ে যেতে হবে, অতিরিক্ত চিন্তা করবো না। আমার ক্যারিয়ার যেভাবে এগুচ্ছে, সেভাবেই কৌশল করে সামনে এগিয়ে যাবো।”
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার জানায়, অধিনায়কসহ প্রথম বহরে সাইম সাইয়ুব, ফখর জামান, মোহাম্মদ নওয়াজ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, খুশদিল শাহসহ কয়েকজন কোচিং স্টাফ করাচি থেকে দুবাই হয়ে ঢাকায় আসেছেন। বাকি ক্রিকেটাররা আজ বিকেলে রওনা দেবেন।
আগামী ২০, ২২ ও ২৪ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তান তিনটি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে। এর আগে গত মাসে পাকিস্তানে বাংলাদেশ সিরিজ খেলেছে, যেখানে বাংলাদেশের লিটন দাস, নাজমুল হাসান শান্ত ও মিরাজদের নেতৃত্বে ৩-০ ব্যবধানে পরাজিত হয়েছে পাকিস্তান।
আরও পড়ুন: