শিরোনাম
.jpg)
বাঁ থেকে ক্লাইভ লয়েড, ভিভিয়ান রিচার্ডস ও ব্রায়ান লারা। ছবি: সংগৃহীত।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে বিধ্বস্ত হওয়ার পর ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (CWI) ডেকেছে জরুরি পর্যালোচনা সভা। এই সংকটময় সময়ে সহায়তার জন্য ডাকা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের তিন কিংবদন্তি ব্যাটসম্যান ক্লাইভ লয়েড, ভিভিয়ান রিচার্ডস ও ব্রায়ান লারাকে।
‘ক্রিকেট স্ট্র্যাটেজি অ্যান্ড অফিসিয়েটিং কমিটি’ গঠন করে সেখানে ইতোমধ্যেই আছেন শিবনারাইন চন্দরপল, ডেসমন্ড হেইন্স ও ইয়ান ব্র্যাডশ। এবার তাঁদের সঙ্গে যুক্ত হচ্ছেন এই তিন সাবেক বিশ্বজয়ী ক্রিকেটার, যাতে বর্তমান দলে ব্যর্থতার কারণ খুঁজে বের করে টেস্ট সংস্কৃতিতে নতুন দিশা খোঁজা যায়।
সবচেয়ে বড় ধাক্কা আসে জ্যামাইকায় তৃতীয় টেস্টে, যেখানে ২০৪ রানের লক্ষ্য তাড়ায় ওয়েস্ট ইন্ডিজ মাত্র ২৭ রানে গুটিয়ে যায়—১৪৮ বছরের টেস্ট ইতিহাসে এটি দ্বিতীয় সর্বনিম্ন দলীয় স্কোর। প্রথম ছয় ব্যাটার মিলে মাত্র ৬ রান করেছেন, সাত ব্যাটার আউট হয়েছেন রানের খাতা না খুলেই—যা এক ইনিংসে সর্বোচ্চ শূন্যর বিশ্বরেকর্ড।
ক্রিকেট বোর্ডের সভাপতি ড. কিশোর শ্যালো এক বিবৃতিতে বলেন, “এই হার কেবল খেলোয়াড়দের নয়, গোটা ক্যারিবিয়ান ক্রিকেটভক্তদের জন্যই বেদনাদায়ক। আমরা এখন এক কঠিন সময় পার করছি। তবে আমাদের ঐতিহ্য ও চেতনা জাগিয়ে তুলতে লয়েড-রিচার্ডস-লারার মতো কিংবদন্তিদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা জরুরি।”
তিনি আরও জানান, এই তিন কিংবদন্তির অংশগ্রহণ আনুষ্ঠানিক কোনো পদ নয়, বরং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ‘পরবর্তী উন্নয়নধাপে’ তাঁরা সক্রিয় থাকবেন বলেই প্রত্যাশা।
চলমান হতাশাজনক পারফরম্যান্সের মাঝে সামনে আবারো বড় পরীক্ষা। এখন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়ার বিপক্ষে। এরপর পরেই পাকিস্তানের বিপক্ষে শুরু হবে সীমিত ওভারের সিরিজ। টেস্টের ব্যর্থতা ঘোচাতে তাই মাঠের পাশাপাশি ড্রেসিংরুমেও বড়সড় পরিবর্তনের অপেক্ষায় ক্যারিবিয়ান ক্রিকেট।
আরও পড়ুন: