ভাঙা আঙুলে জয়ের নায়ক বশির, ছিটকে গেলেন সিরিজ থেকে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৫ ১৩:৫০

আপডেট: ১৫ জুলাই, ২০২৫ ১৭:২২

শেয়ার

ভাঙা আঙুলে জয়ের নায়ক বশির, ছিটকে গেলেন সিরিজ থেকে
উইকেট পাওয়ার আনন্দে উল্লসিত ইংলিশ ক্রিকেটারেরা। ছবি: সংগৃহীত।

ভাঙা আঙুলে বল করে ভারতের শেষ উইকেট তুলে নেন শোয়েব বশির, এনে দেন ইংল্যান্ডকে নাটকীয় জয়। তবে সেই সাহসিকতার মূল্য দিতে হচ্ছে তরুণ স্পিনারকে। আঙুল ভেঙে যাওয়ায় ভারত–ইংল্যান্ড সিরিজের বাকি দুই টেস্ট থেকে ছিটকে গেছেন ২১ বছর বয়সী এই ক্রিকেটার।


লর্ডস টেস্টের তৃতীয় দিনে নিজের বলে রবীন্দ্র জাদেজার ডাইভ ধরতে গিয়ে বাঁ হাতের কনিষ্ঠ আঙুলে চোট পান বশির। তাতেই ধরা পড়ে হাড় ভাঙার খবর। দ্বিতীয় ইনিংসে ৯ বল ব্যাটিং করেন, এরপর ফিল্ডিংয়ে মাঠে না নামলেও ৫৫তম ওভারে স্টোকসের ডাকে মাঠে ফেরেন—জাদেজা ও বুমরার বিপজ্জনক জুটি ভাঙতেই।


আঙুলে মোটা ব্যান্ডেজ আর স্প্লিন্ট বেঁধে ৫.৫ ওভার বল করে বশির। ব্যথা নিয়েও ফিল্ডিং করেন, বাঁচান বাউন্ডারি। আর ম্যাচের সবচেয়ে নাটকীয় মুহূর্তে সিরাজের স্টাম্প উপড়ে এনে দেন ইংল্যান্ডের জয়। যদিও বলটি ব্যাটে লেগেই গড়িয়ে স্টাম্পে আঘাত হানে।


তবে ম্যাচের এই নায়ককে আপাতত মাঠের বাইরে থাকতে হচ্ছে। সপ্তাহের শেষ দিকে তাঁর অস্ত্রোপচার হওয়ার কথা। ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস বলেন, ‘খবরটা আমাদের দলের জন্য, আর সবচেয়ে বেশি বশিরের জন্য হতাশাজনক। যে সাহস ও দায়িত্বশীলতা ও দেখিয়েছে, তা অসাধারণ।’


স্টোকস আরও জানান, "ওর বয়স মাত্র ২১। আঙুল খারাপভাবে ভেঙেছে, তবুও কোনো প্রশ্ন না করে ব্যাট হাতে নেমে গেছে। ড্রেসিংরুমে বসেই যেন চোখ দিয়ে বলছিল, ‘আমাকে নামাও’। এই টেস্ট জয়ের পেছনে ওর আত্মত্যাগ অবিশ্বাস্য।”


বশিরের পরিবর্তে ইংল্যান্ড দলে জায়গা পেতে পারেন লিয়াম ডসন কিংবা জ্যাক লিচ। ২৩ জুলাই ওল্ড ট্রাফোর্ডে শুরু হবে সিরিজের চতুর্থ টেস্ট। ৫ ম্যাচের সিরিজে ২–১ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড।