শততম টেস্টে স্টার্কের আগুন ঝরানো বোলিংয়ে সহজ জয় অজিদের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৫ ১২:১৮

আপডেট: ১৫ জুলাই, ২০২৫ ১২:২৭

শেয়ার

শততম টেস্টে স্টার্কের আগুন ঝরানো বোলিংয়ে সহজ জয় অজিদের
সিরিজ জয়ের পর অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ছবি: সংগৃহীত।

শততম টেস্টে আগুন ঝরানো স্পেল, এক ওভারে তিন উইকেট নিয়ে শুরু, এরপর দ্রুত ৫ উইকেট পূর্ণ করে রেকর্ডের পাতায় নাম লেখালেন মিচেল স্টার্ক। সঙ্গী হলেন স্কট বোল্যান্ড—দুর্দান্ত হ্যাটট্রিকে! জ্যামাইকায় গোলাপি বলের টেস্টে মাত্র ২৭ রানে গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়ার দেওয়া ২০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১১ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। শেষ পর্যন্ত ৪৯ বল স্থায়ী ইনিংসে ১৭৬ রানে হারে ওয়েস্ট ইন্ডিজ।


স্টার্কের শততম টেস্ট, সেরা বোলিং


ইনিংসে ৭.৩ ওভারে ৬ উইকেট, মাত্র ৯ রানে।
টেস্টে ৪০০ উইকেট স্পর্শ করা চতুর্থ অস্ট্রেলিয়ান বোলার হলেন স্টার্ক।
গোলাপি বলের টেস্টে সর্বোচ্চ উইকেটধারী (৮১) তিনি।


বোল্যান্ডের হ্যাটট্রিক


টেস্টে হ্যাটট্রিক করা দশম অজি বোলার।
পিটার সিডলের পর ১৪ বছর পর অস্ট্রেলিয়ার কোনো বোলার হ্যাটট্রিক করলেন।
জাস্টিন গ্রিভস, শামার জোসেফ ও ওয়ারিক্যান—তিনজনকে ফিরিয়ে পূর্ণ করেন হ্যাটট্রিক।


ঐতিহাসিক ব্যর্থতা: ৭ ব্যাটার শূন্য!


টেস্ট ইতিহাসে প্রথমবার এক ইনিংসে ৭ জন ব্যাটসম্যান শূন্য রানে আউট।
১৯৫৫ সালের পর (২৬ রান) দ্বিতীয় সর্বনিম্ন টেস্ট স্কোর ওয়েস্ট ইন্ডিজের।


শুরুটা ছিল ক্যারিবিয়ানদের


দিনের শুরুতে দারুণ বোলিং করে অস্ট্রেলিয়াকে গুটিয়ে দেয় মাত্র ১২১ রানে। আলজারি জোসেফ ৫ উইকেট, শামার নেন ৪টি। কিন্তু স্টার্কের প্রথম বলেই ফিরলেন জন ক্যাম্পবেল। এক ওভারেই তিন উইকেট তুলে নিলেন তিনি। এরপর বোল্যান্ডের হ্যাটট্রিক... এক পর্যায়ে ক্যারিবিয়ানদের স্কোর ৫ উইকেটে ৭ রান! স্টার্ক পেয়েছেন ম্যাচ ও সিরিজ সেরা পুরস্কার। এই জয় দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে দাপুটে সূচনা অস্ট্রেলিয়ার।


সংক্ষিপ্ত স্কোর


অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ২২৫


ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ১৪৩


অস্ট্রেলিয়া ২য় ইনিংস: (আগের দিন ৯৯/৬) ৩৭ ওভারে ১২১ (গ্রিন ৪২, কামিন্স ৫, স্টার্ক ১১*, বোল্যান্ড ১, হেইজেলউড ৪, সিলস ৮-২-৩২-০, শামার ১৩-৪-৩৪-৪, আলজারি ১২-২-২৭-৫, গ্রিভস ৪-০-১৯-১)


ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: (লক্ষ্য ২০৪) ১৪.৩ ওভারে ২৭ (ক্যাম্পবেল ০, লুইস ৪, অ্যান্ডারসন ০, কিং ০, চেইস ০, হোপ ২, গ্রিভস ১১, আলজারি ৪*, শামার ০, ওয়ারিক্যান ০, সিলস ০; স্টার্ক ৭.৩-৪-৯-৬, হেইজেলউড ৫-৩-১০-১, বোল্যান্ড ২-১-২-৩)


ফল: অস্ট্রেলিয়া ১৭৬ রানে জয়ী


সিরিজ: তিন ম্যাচ সিরিজ অস্ট্রেলিয়া ৩-০তে জয়ী


ম্যান অব দা ম্যাচ: মিচেল স্টার্ক


ম্যান অব দা সিরিজ: মিচেল স্টার্ক