শিরোনাম
.jpg)
ছবিতে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান এইডেন মার্করাম। ছবি: সংগৃহীত।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দুর্দান্ত ইনিংস খেলা দক্ষিণ আফ্রিকার ওপেনার এইডেন মার্করাম জুন মাসের আইসিসি প্লেয়ার অব দা মান্থ নির্বাচিত হয়েছেন। নারীদের বিভাগে এই স্বীকৃতি পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হেইলি ম্যাথিউস।
বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি সোমবার (জুলাই ৮) মাস সেরা ক্রিকেটারদের নাম ঘোষণা করে।
সাউথ আফ্রিকার হয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে লর্ডসে প্রথম ইনিংসে শূন্য রানে ফেরার পর দ্বিতীয় ইনিংসে ২০৭ বলে ১৩৬ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন মার্করাম। তার ব্যাটিংয়ে ভর করে দক্ষিণ আফ্রিকা ২৮২ রানের লক্ষ্য ৫ উইকেট হাতে রেখে ছুঁয়ে ফেলে। পাশাপাশি দুই ইনিংসে একটি করে উইকেটও নেন তিনি। ১৯৯৮ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর প্রোটিয়াদের এটি প্রথম আইসিসি টুর্নামেন্ট জয়।
পুরুষ বিভাগের সেরার লড়াইয়ে মার্করাম পেছনে ফেলেছেন নিজের সতীর্থ কাগিসো রাবাদা ও শ্রীলঙ্কার পাথুম নিসাঙ্কাকে।
নারী বিভাগে হেইলি ম্যাথিউস মাস জুড়ে ব্যাটে-বলে দারুণ পারফর্ম করেছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১০৪ রান ও ৪ উইকেট, এরপর টি-টোয়েন্টি সিরিজে দুটি হাফসেঞ্চুরিতে ১৪৭ রান ও ২ উইকেট নিয়ে দলকে সিরিজ জেতাতে বড় ভূমিকা রাখেন তিনি।
এর আগে ২০২১ সালের নভেম্বর, ২০২৩ সালের অক্টোবর ও ২০২৪ সালের এপ্রিল—এই তিনবার মাস সেরা হয়েছিলেন ম্যাথিউস। এ নিয়ে চতুর্থবার মাস সেরা হয়ে তিনি এখন অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনারের সঙ্গে যৌথভাবে শীর্ষে।
আরও পড়ুন: