শিরোনাম
.jpg)
২০১৫ চ্যাম্পিয়নস লিগ ফাইনালে জুভেন্টাসের বিপক্ষে রাকিটিচের সেই স্মরণীয় গোল। ছবি: সংগৃহীত।
৩৭ বছর বয়সে পেশাদার ফুটবলকে বিদায় জানালেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার ইভান রাকিটিচ। সৌদি প্রো লিগ এবং ঘরোয়া ক্লাবে শেষ অধ্যায় কাটিয়ে আনুষ্ঠানিকভাবে অবসর নিলেন এই বিশ্বমানের মিডফিল্ডার, যিনি বার্সেলোনার হয়ে কাটিয়েছেন ছয়টি দুর্দান্ত মৌসুম।
২০১৪ সালে সেভিয়া থেকে বার্সায় যোগ দিয়েছিলেন রাকিটিচ। লুইস এনরিকের অধীনে প্রথম মৌসুমেই তিনি হয়ে ওঠেন বার্সার মিডফিল্ডের অবিচ্ছেদ্য অংশ। ঠিক সেই মৌসুমেই বার্সেলোনা জেতে ঐতিহাসিক ট্রেবল - লা লিগা, কোপা দেল রে ও উয়েফা চ্যাম্পিয়নস লিগ। সেই চ্যাম্পিয়নস লিগ ফাইনালে জুভেন্টাসের বিপক্ষে প্রথম গোলটিও করেন রাকিতিচ, যা আজও বার্সা সমর্থকদের মনে উজ্জ্বল হয়ে আছে।
২০১৪ থেকে ২০২০—এই ছয় বছরে বার্সার হয়ে রাকিতিচ খেলেছেন ৩১০টি প্রতিযোগিতামূলক ম্যাচ, গোল করেছেন ৩৬টি। বার্সার হয়ে তার শিরোপা সংখ্যাও ঈর্ষণীয়:
৪টি লা লিগা
৪টি কোপা দেল রে
১টি চ্যাম্পিয়নস লিগ
১টি ফিফা ক্লাব বিশ্বকাপ
১টি উয়েফা সুপার কাপ
২টি স্প্যানিশ সুপার কাপ
মেসি, ইনিয়েস্তা, বুস্কেটস এবং সুয়ারেজদের সঙ্গে অসাধারণ বোঝাপড়া, মাঠজুড়ে ছুটে চলা ও ট্যাকটিক্যাল বুদ্ধিমত্তার কারণে রাকিতিচ ছিলেন বার্সেলোনার সেই স্বর্ণালী সময়ের অন্যতম স্তম্ভ।
আজ তিনি হয়তো বুটজোড়া তুলে রাখলেন, কিন্তু ক্লাব ইতিহাসে একজন আধুনিক কিংবদন্তি হিসেবে ইভান রাকিটিচের নাম চিরকাল অমলিন থাকবে।
আরও পড়ুন: