শিরোনাম
.jpg)
কেন উইলিয়ামসন, ম্যাট ফিশার ও মাইকেল ব্রেসওয়েল। ছবি: সংগৃহীত।
আসন্ন জিম্বাবুয়ে সফরের দুই ম্যাচের টেস্ট সিরিজে বদল নিয়ে এসেছে নিউজিল্যান্ড। নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন ও অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল থাকছেন না এই সফরে। দু’জনেরই এই সফর থেকে ছুটি মঞ্জুর করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। চোটের কারণে দলে নেই পেসার বেন সিয়ার্সও।
নতুন কোচ রব ওয়াল্টার, যিনি গত মাসে গ্যারি স্টিডের জায়গায় দায়িত্ব নিয়েছেন, মঙ্গলবার নিজের প্রথম টেস্ট দল ঘোষণা করেছেন। এতে প্রথমবারের মতো ডাক পেয়েছেন অনভিষিক্ত তরুণ পেসার ম্যাট ফিশার। সঙ্গে ফিরে এসেছেন অভিজ্ঞ দুই ক্রিকেটার হেনরি নিকোলস ও বাঁহাতি স্পিনার আজাজ প্যাটেল।
ওয়াল্টার বলেন, “কেন ও মাইকেল তাদের অনুপস্থিতির বিষয়ে চুক্তির সময়ই এনজেডসিকে জানিয়ে রেখেছিল। টেস্ট ম্যাচ সবসময়ই গুরুত্বপূর্ণ, তবে এই সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হওয়ায় আমরা কিছুটা নমনীয়তা দেখাতে পেরেছি।”
মাইকেল ব্রেসওয়েলকে ইংল্যান্ডের 'দ্য হান্ড্রেড' টুর্নামেন্টে খেলার অনুমতি দেওয়া হয়েছে। আর পেসার কাইল জেমিসন নিজ দেশে থেকে যাচ্ছেন প্রথম সন্তানের জন্মের জন্য।
জেমিসনের না থাকা মানে বুলাওয়েতে জুলাই-আগস্টের শেষ দিকে অনুষ্ঠেয় দুই টেস্টে সুযোগ পেতে পারেন ম্যাট ফিশার কিংবা জ্যাকব ডাফি। ডাফি যদিও এখন পর্যন্ত নিউজিল্যান্ডের হয়ে কেবল সাদা বলের ক্রিকেট খেলেছেন, টেস্টে এখনো অভিষেক হয়নি তাঁর।
এই সফরটিকে নিউজিল্যান্ড দল তাদের বেঞ্চ শক্তি যাচাইয়ের মঞ্চ হিসেবে দেখছে। অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের সংমিশ্রণে তারা জিম্বাবুয়েতে ভালো ফলের আশায় মাঠে নামবে।
নিউজিল্যান্ড দল (জিম্বাবুয়ে টেস্ট সিরিজ ২০২৫): টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, ম্যাট ফিশার, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, উইল ও’রউর্ক, আজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, নাথান স্মিথ, উইল ইয়ং।
আরও পড়ুন: