টাইগারদের শাসন করে মাস সেরা হওয়ার দৌড়ে এগিয়ে নিসাঙ্কা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ জুলাই, ২০২৫ ১১:২৫

শেয়ার

টাইগারদের শাসন করে মাস সেরা হওয়ার দৌড়ে এগিয়ে নিসাঙ্কা
জুন মাসের ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’-এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন এই তিন ক্রিকেটার। ছবি: সংগৃহীত।

বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত টেস্ট সিরিজ খেলার পুরস্কার পেতে পারেন পাথুম নিসাঙ্কা। জুন মাসের ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’-এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন শ্রীলঙ্কার এই ওপেনার। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ে বড় অবদান রাখা দক্ষিণ আফ্রিকার দুই তারকা এইডেন মার্করাম ও কাগিসো রাবাদা।


জুনে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টে নিসাঙ্কা ছিলেন অনবদ্য। প্রথম টেস্টে ১৮৭ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলার পর দ্বিতীয় টেস্টে করেন ১৫৮। দুই ম্যাচে ৩৬৯ রান করে হন সিরিজসেরা। অন্যদিকে লর্ডসে অনুষ্ঠিত টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ২৭ বছর পর আইসিসি ট্রফি এনে দেন মার্করাম। প্রথম ইনিংসে শূন্য রানের পর দ্বিতীয় ইনিংসে খেলেন ১৩৬ রানের ম্যাচজয়ী ইনিংস। পাশাপাশি নিয়েছিলেন ২ উইকেটও।


বোলিংয়ে নজর কাড়েন কাগিসো রাবাদা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ঐতিহাসিক ফাইনালে দুই ইনিংসে নেন মোট ৯ উইকেট, ম্যাচে ছিলেন অপ্রতিরোধ্য।


নারী বিভাগেও প্রকাশিত হয়েছে জুন মাসের সেরা হওয়ার জন্য সংক্ষিপ্ত তালিকা। দক্ষিণ আফ্রিকার তাজমিন ব্রিটস, ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হেইলি ম্যাথিউস ও অভিজ্ঞ লেগ স্পিনার অ্যাফি ফ্লেচার রয়েছেন তিন প্রার্থী হিসেবে। এবার সেরা হওয়ার লড়াইয়ে পুরুষ ও নারী বিভাগেই রয়েছে চমক জাগানো পারফরম্যান্সের দারুণ প্রতিদ্বন্দ্বিতা।