শিরোনাম
.jpg)
ওয়ানডে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান ম্যাচ শেষে মাঠ ছাড়ছেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান — ট্রেন্ট ব্রিজ, নটিংহ্যাম | ছবি: এএনআই
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ইতিহাসে একসময়কার রাজা, দুইবারের ওয়ানডে বিশ্বকাপ জয়ী দল। কিন্তু সাম্প্রতিক পারফরম্যান্স এবং আইসিসির সর্বশেষ র্যাঙ্কিং অনুযায়ী, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনা এখন আর নিশ্চিত নয় তাদের জন্য।
বর্তমানে আইসিসির ওয়ানডে সুপার লিগ বা র্যাঙ্কিংয়ে ১০ম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই তালিকার শীর্ষ ৮টি দল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের সঙ্গে ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে। কিন্তু ক্যারিবিয়ানরা এখন সেই নির্ধারিত সীমার বাইরেই অবস্থান করছে, যার অর্থ তারা পড়তে পারে আরেকবার কোয়ালিফায়ার খেলার কঠিন বাস্তবতায়, যেমনটা হয়েছিল ২০২৩ বিশ্বকাপের বেলায়, যেখানে শেষ পর্যন্ত অংশই নিতে পারেনি তারা।
এই অবনতির মূল কারণ হলো শ্রীলঙ্কা ও বাংলাদেশের চলমান ওয়ানডে সিরিজ। সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের জয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৯ম স্থানে উঠে আসে টাইগাররা, আর সেই সঙ্গে এক ধাপ পিছিয়ে ১০ম স্থানে নেমে যায় ওয়েস্ট ইন্ডিজ।
এই হঠাৎ পতনে ৫০ ওভারের ফরম্যাটে নিজেদের পারফরম্যান্স উন্নত করার চাপ আরও বেড়ে গেল ক্যারিবিয়ানদের ওপর। পরবর্তী সিরিজগুলোতে ভালো না করলে আবারও বিশ্বকাপের মূল মঞ্চের বাইরে থেকে যেতে পারে এই ঐতিহাসিক দলটি।
বিশ্ব ক্রিকেটের এক সময়ের গৌরবময় নাম ওয়েস্ট ইন্ডিজের জন্য এটি নিঃসন্দেহে এক বড় সতর্কবার্তা। কোয়ালিফায়ারে ওঠার পথ কখনওই সহজ নয়, এবং ২০২৩ সালের হতাশা থেকে শিক্ষা নিয়ে এবার যদি ঘুরে না দাঁড়ায় তারা, তবে আরও একবার বিশ্বমঞ্চে দেখা নাও যেতে পারে মারুন জার্সির ঝলক।
আরও পড়ুন: