শিরোনাম
.jpg)
লোয়ার অর্ডারে দুই পেসার আলজারি ও শামার জোসেফ। ছবি: এপি।
সীমিত ওভারের বিশেষজ্ঞ হিসেবে পরিচিত হলেও ব্র্যান্ডন কিং দ্বিতীয় টেস্টেই প্রমাণ করে দিলেন, লাল বলের ক্রিকেটেও তার আছে যথেষ্ট রসদ। তবে তার ৭৫ রানের ইনিংসের পরও বিপদে ছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই চাপ সামাল দেন লোয়ার অর্ডারে দুই পেসার আলজারি ও শামার জোসেফ। দুই জোসেফের দৃঢ়তায় ক্যারিবিয়ানরা পৌঁছে যায় অস্ট্রেলিয়ার স্কোরের কাছাকাছি।
গ্রানাডা টেস্টের দ্বিতীয় দিন শেষে দুই ইনিংস মিলিয়ে অস্ট্রেলিয়া এগিয়ে আছে ৪৫ রানে, হাতে ৮ উইকেট। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ২২০ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ করে ২৫৩ রান। শততম টেস্ট খেলতে নামা অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ফেরেন শূন্য রানে। তিনে নামা কার্টি ফেরেন দুর্দান্ত এক ক্যাচে কামিন্সের বলে। টেস্ট ইতিহাসে এটি মাত্র অষ্টমবার, যখন প্রথম দুই উইকেটই বোলারের হাতে ধরা পড়ে।
এরপর ওয়েস্ট ইন্ডিজকে লাঞ্চ পর্যন্ত টেনে নেন জন ক্যাম্পবেল (৪০), ব্র্যান্ডন কিং ও চেইস। ক্যাম্পবেল ভালো শুরু করলেও বাজে শটে ফিরলে চাপে পড়ে দল। তবে কিং ও হোপ গড়েন ৫৮ রানের জুটি। এরপরই কামিন্স-লায়নের দাপটে একের পর এক উইকেট হারায় ক্যারিবিয়ানরা।
তবে অষ্টম উইকেটে আলজারি ও শামার জোসেফ মিলে ৫১ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। আসে দুটি করে ছক্কা। লায়নের টানা ১৭ ওভারের স্পেলে ভাঙে এই জুটি। ২৭ রানে আলজারি ও ২৯ রানে শামার ফিরলে শেষ হয় ওয়েস্ট ইন্ডিজ ইনিংস। অস্ট্রেলিয়া পায় ৩৩ রানের লিড।
কিন্তু তাদের শুরুটাও হতাশাজনক। প্রথম ওভারেই ফিরেন স্যাম কনস্টাস (০)। এরপর খাওয়াজা এলবিডব্লিউ হন মাত্র ২ রানে। জেডেন সিলসের আগুনঝরা বোলিংয়ে ১২ রানে ২ উইকেট হারিয়ে দিন শেষ করে অজিরা। ম্যাচ এখন পুরোপুরি সমতায়। আগামী দিনগুলোতে কন্ডিশনের সঙ্গে মানিয়ে কে এগিয়ে যায়—সেটিই নির্ধারণ করবে ফলাফল।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৬৬.৫ ওভারে ২৮৬ (কনস্টাস ২৫, খাওয়াজা ১৬, গ্রিন ২৬, স্মিথ ৩, হেড ২৯, ওয়েবস্টার ৬০, কেয়ারি ৬৩, কামিন্স ১৭, স্টার্ক ৬, লায়ন ১১, হেইজেলউড ১০*; সিলস ১৪-৩-৪৫-২, শামার ১৫-২-৬৩-১, আলজারি ১৫.৫-৩-৬১-৪, ফিলিপ ১২-১-৪৬-১, গ্রেভস ৬-০-৩৫-১, চেইস ৪-১-১৯-০)।
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৭৩.২ ওভারে ২৫৩ (ব্র্যাথওয়েট ০, ক্যাম্পবেল ৪০, কার্টি ৬, কিং ৭৫, চেইস ১৬, হোপ ২১, গ্রেভস ১, আলজারি জোসেফ ২৭, শামার জোসেফ ২৯, ফিলিপ ১০, সিলস ৭*; স্টার্ক ১৩-১-৪৮-১, হেইজেলউড ১৪-৪-৪৩-২, কামিন্স ১৬-২-৪৬-২, ওয়েবস্টার ১০-৪-১৭-১, লায়ন ১৯-২-৭৫-৩, হেড ১.২-০-৩-১)
অস্ট্রেলিয়া ২য় ইনিংস: ৬ ওভারে ১২/২ (কনস্টাস ০, খাওয়াজা ২*, গ্রিন ৬*, লায়ন ২*; সিলস ৩-১-৫-২, শামার ২-০-৪-০, আলজারি ১-০-২-০)।
আরও পড়ুন: